At bagon.is you can Buy webshells, phpmailer, Combo list
রানাকে টপকে শীর্ষে মোস্তাফিজ - Bornamela
ঢাকাশুক্রবার , ১০ জানুয়ারি ২০২০
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আর্ন্তজাতিক
  5. ইসলাম
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. জানা অজানা
  12. টিপস
  13. ঢাকা
  14. তথ্য ও প্রযুক্তি
  15. দুর্ঘটনা
সর্বশেষ সবখবর

রানাকে টপকে শীর্ষে মোস্তাফিজ

বর্ণমেলা নিউজ
জানুয়ারি ১০, ২০২০ ১২:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

images (1)দেখতে দেখতে প্রায় শেষের দিকে চলে এসেছে বঙ্গবন্ধু বিপিএল। প্লে-অফের আগে আর বাকি আছে ৪টি ম্যাচ। শুক্রবার (১০জানুয়ারি) হবে ২টি। শনিবার হবে ২টি ম্যাচ। এরপর ১ দিন বিরতি দিয়ে ১৩ জানুয়ারি থেকে শুরু হবে প্লে-অফের খেলা। এখন পর্যন্ত এবারের বিপিএলে ম্যাচ হয়েছে ৩৮টি। এই ম্যাচগুলো শেষে এখন সর্বোচ্চ উইকেট শিকারি বোলারদের দিক দিয়ে শীর্ষস্থানে রয়েছেন রংপুর রেঞ্জার্সের মোস্তাফিজুর রহমান। তিনি ১১টি ম্যাচ খেলে ১৯টি উইকেট শিকার করে শীর্ষে রয়েছেন। তবে এতদিন বোলারদের শীর্ষস্থানটি নিজের করে রেখেছিলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মেহেদি হাসান রানা। শেষ পর্যন্ত তাকে টপকে শীর্ষস্থানটি নিজের দখলে নিয়েছেন মোস্তাফিজ। মেহেদি হাসান রানা এখন পর্যন্ত ৮টি ম্যাচ খেলে পেয়েছেন ১৭টি উইকেট। সর্বোচ্চ উইকেটশিকারি বোলারদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের আরেক বোলার মোহাম্মদ রুবেল। রুবেল এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে তিনি পেয়েছেন ১৬টি উইকেট।

Advertisements

তবে মোস্তাফিজের এই শীর্ষস্থানটি আবার নিজের দখলে নিতে পারবেন রানা। কারণ শুক্রবার বিপিএলে নিজের শেষ ম্যাচে খেলতে নামবেন মোস্তাফিজুর রহমান। কারণ তার দল রংপুর রেঞ্জার্স প্লে-অফে জায়গা করে নিতে পারেনি। শুক্রবার ঢাকা প্লাটুনের বিপক্ষে গ্রুপ পর্বের তার দল শেষ ম্যাচ খেলবে। তবে শুক্রবার তিনি নিজের উইকেট ব্যবধানকে বাড়িয়ে নিতে পারবেন। অন্যদিকে রানার দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ইতোমধ্যেই প্লে-অফ নিশ্চিত করেছে। তাদের গ্রুপ পর্বেরও একটি ম্যাচ এখনো বাকি রয়েছে। শনিবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে রাজশাহী রয়্যালসের বিপক্ষে খেলতে নামবে তার দল। ফলে রানা যদি নিজের ঝলকটা ধরে রাখতে পারেন তাহলে তিনি তার শীর্ষস্থানটি আবার ফেরত নিতে পারবেন। তাছাড়া রানার ঘাড়ে নিশ্বাস ফেলছেন রুবেলও। তিনিও শীর্ষস্থানটি দখল করতে পারেন।82318176_2597001670428309_1459705705685581824_n

অন্যদিকে ব্যাটিংয়ের শীর্ষস্থান থেকে কুমিল্লার ডেভিড মালানকে কেউ নড়াতে পারছেন না। মালান এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে ৪৩৬ রান করে শীর্ষস্থানে রয়েছেন। এই রান করতে তিনি ১টি সেঞ্চুরি ও ৩টি হাফসেঞ্চুরি করেছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন খুলনা টাইগার্সের রাইলি রুশো। তিনি ১০টি ম্যাচ খেলে করেছেন ৪১১ রান। এই রান করতে তিনি ৪টি হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন। আর তালিকার তৃতীয় স্থানে রয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক ইমরুল কায়েস। তিনি ১০ ম্যাচ খেলে করেছেন ৩৮৬ রান। তিনি এ পর্যন্ত ৪টি হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন। তবে ডেভিড মালান হয়তো খুব শিগগিরই তার শীর্ষস্থানটি হারাবেন। কারণ তার দল কুমিল্লাও এখন রয়েছে বাদে পড়ার শঙ্কায়। তাছাড়া আজকের ম্যাচে খুলনার বিপক্ষেই খেলবে তার দল। ফলে যদি আজকে মালান বেশি রান না করতে পারেন তাহলে তখন রুশোর সামনে থাকবে শীর্ষস্থানটি দখল নেয়ার সুযোগ।

Advertisements

  বর্ণমেলা প্রিন্টার্স এন্ড ক্রেস্ট গ্যালারী আমাদের সেবা সমূহ:- ক্রেস্ট, সম্মাননা স্মারক, মগ, মেডেল, আইডি কার্ড, ভিজিটিং কার্ড, ক্যালেন্ডার, পোস্টার, পিভিসি ব্যানার, ষ্টিকার সহ সকল প্রকার ছাপার কাজ করা হয় এবং সকল প্রকার সীল তৈরি ও যে কোন অনুষ্ঠানের গেঞ্জী, টিশার্ট প্রিন্ট করা হয়। ঠিকানা: সিডষ্টোর বাজার, ভালুকা, ময়মনসিংহ, মোবাঃ ০১৭১৫২৫৩৩৮৫, E-mail: bornamela03@gmail.com

Warning: file_get_contents(/home/bornamela24news/public_html/wp-content/plugins/advanced-ads/public/assets/js/ready-queue.min.js): failed to open stream: No such file or directory in /home/bornamela24news/public_html/wp-content/plugins/advanced-ads/classes/plugin.php on line 262