At bagon.is you can Buy webshells, phpmailer, Combo list
ঈদ উপলক্ষে লোকসানের হিসাব চোকাতে ঝিনাইদহের বিনোদন পার্ক গুলোতে এখন দর্শক টানতে চলেছে নানা প্রস্তুতি - Bornamela
ঢাকামঙ্গলবার , ৪ জুন ২০১৯
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আর্ন্তজাতিক
  5. ইসলাম
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. জানা অজানা
  12. টিপস
  13. ঢাকা
  14. তথ্য ও প্রযুক্তি
  15. দুর্ঘটনা
সর্বশেষ সবখবর

ঈদ উপলক্ষে লোকসানের হিসাব চোকাতে ঝিনাইদহের বিনোদন পার্ক গুলোতে এখন দর্শক টানতে চলেছে নানা প্রস্তুতি

বর্ণমেলা নিউজ
জুন ৪, ২০১৯ ২:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

Jhenidah binodon spot Photo 03-06-19 (3)জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতরের দিন থেকে সপ্তাহব্যাপী দর্শক টানতে নানা প্রস্তুতি নিচ্ছে ঝিনাইদহের বিনোদন পার্কগুলো। চলছে ধোয়া, মোছা, পরিচর্যা আর নতুন নতুন রাইডার স্থাপনের কাজ। উদ্দেশ্যে, গত কয়েক মাসের দর্শক খরায় লোকসানের হিসাব চোকানোর। সকাল থেকে রাত অবধি নানা পরিচর্যায় ব্যস্ত বিনোদন কেন্দ্রগুলোর মালিক-শ্রমিক। ঝিনাইদহ শহর থেকে ৫ কিলোমিটার দুরে অবস্থিত জোহান ড্রীম ভ্যালি পার্ক এন্ড পিকনিক স্পট। গত কয়েকমাসে দর্শনার্থী না থাকায় আয়ের থেকে ব্যায় হয়েছে বেশি। তাই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগত দর্শনার্থীদের বিনোদন দিতে তারা ব্যস্ত পার্কটি সাজাতে। পার্কের ম্যানেজার হাসানুজ্জামান বাবু বলেন, এবারের ঈদে দর্শনার্থীদের আনন্দ দিতে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি বলেন, ১২৫ বিঘা জমির উপর অবস্থিত এ পার্কে ২৫ টি ভিআইপি পিকনিত স্পট রয়েছে। এছাড়াও এখানে রয়েছে জেট কোস্টার, কেইভ ট্রেন, পাইরেট শীপ, প্যাডেল বোট, ওয়াটার রিক্সা, ফানি এ্যাডভেঞ্চার, নাগর দোলা, সুইং চেয়ার, কিডস জোনসহ নানা রাইডস। ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া হয়েছে বিশেষ ছাড়। শহরের নবগঙ্গা নদীর তীরে অবস্থিত প্রান্তিক সাংস্কৃতিক পল্লী এন্ড শিশু পার্কের স্বত্তাধীকারী নাজিম উদ্দিন জুলিয়াস বলেন, কয়েক মাস আগে শিশু পার্কটি উদ্বোধন করা হয়েছে। তবে মুলত পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পার্কটি সাজানো হয়েছে। এখন চলছে শেষ সময়ের প্রস্তুতি। দর্শনার্থী টানতে সংযোজন করা হয়েছে নতুন নতুন রাইডার।Jhenidah binodon spot Photo 03-06-19 (5) শহরের তামান্না পার্কের ম্যানেজার রুহুল আমিন বলেন, ঈদ উপলক্ষে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। পুর্বে ৫ টি টিকিট ১৫০ টাকা ছিল। এবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তার মুল্যে ধরা হয়েছে ১’শ টাকা। জোহান ড্রীম ভ্যালি পার্ক এন্ড পিকনিক স্পটের স্বত্তাধীকারী মোয়াজ্জেম হোসেন বলেন, এপ্রিল থেকে নভেম্বর মাস পর্যন্ত মুলত পার্কের ডাউন সিজন। এসময় দর্শনাথী থাকে না। যে কারণে ব্যবসায় লোকসান গুনতে হয়। ঈদের দিন থেকে শুরু করে ৫ দিন পার্কে ভীড় থাকবে। এই ক’দিনে ৩৫ থেকে ৪০ হাজার দর্শনার্থী আসবে বলে আশা করছি। এ ব্যাপারে ঝিনাইদহের পুলিশ সুপার জনাব মো: হাসানুজ্জামান বলেন, শহরের বিনোদন কেন্দ্রগুলোতে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সদস্য নিয়োজিত থাকবে। যেকোন প্রকার বিশৃঙ্খলা এড়াতে পুলিশ সদা তৎপর থাকবে।

Advertisements

  বর্ণমেলা প্রিন্টার্স এন্ড ক্রেস্ট গ্যালারী আমাদের সেবা সমূহ:- ক্রেস্ট, সম্মাননা স্মারক, মগ, মেডেল, আইডি কার্ড, ভিজিটিং কার্ড, ক্যালেন্ডার, পোস্টার, পিভিসি ব্যানার, ষ্টিকার সহ সকল প্রকার ছাপার কাজ করা হয় এবং সকল প্রকার সীল তৈরি ও যে কোন অনুষ্ঠানের গেঞ্জী, টিশার্ট প্রিন্ট করা হয়। ঠিকানা: সিডষ্টোর বাজার, ভালুকা, ময়মনসিংহ, মোবাঃ ০১৭১৫২৫৩৩৮৫, E-mail: bornamela03@gmail.com

Warning: file_get_contents(/home/bornamela24news/public_html/wp-content/plugins/advanced-ads/public/assets/js/ready-queue.min.js): failed to open stream: No such file or directory in /home/bornamela24news/public_html/wp-content/plugins/advanced-ads/classes/plugin.php on line 262