At bagon.is you can Buy webshells, phpmailer, Combo list
ভালুকার পৌর মেয়রের কাছে খোলা চিঠি - Bornamela
ঢাকাশনিবার , ২ সেপ্টেম্বর ২০১৭
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আর্ন্তজাতিক
  5. ইসলাম
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. জানা অজানা
  12. টিপস
  13. ঢাকা
  14. তথ্য ও প্রযুক্তি
  15. দুর্ঘটনা
সর্বশেষ সবখবর

ভালুকার পৌর মেয়রের কাছে খোলা চিঠি

বর্ণমেলা নিউজ
সেপ্টেম্বর ২, ২০১৭ ৩:২৯ অপরাহ্ণ
Link Copied!

21361133_880861322071636_1007960516_nভালুকার তরুন সাংবাদিক স্বেচ্ছাসেবি সংগঠন অভ্যুদয়’র আহবায়ক আসাদুজ্জামান সুমন ভালুকা পৌর মেয়র ডাঃ একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুমের কাছে একটা খোলা চিঠি লিখেছেন। তাহা হুবহু তুলে ধরলাম।
মাননীয় মেয়র মহোদয়, ভালুকার মৃতপ্রায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠকে একটু ‘অক্সিজেন’ দিন প্লিজ। ছোটসময় বাবা কাকাদের কাঁধে চড়ে নামাজ পড়তে আসতাম ভালুকা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। তখন দেখেছি মাঠের কোথাও একটু তিল পরিমান জায়গা খালি থাকতো না। একটু দেরি করে আসলে নামাজ পড়তে হতো বড় মসজিদে। আজকে নামাজ শেষে পিছনের দিকে তাকিয়ে দেখি প্যান্ডেলের নিচেই অনেক জায়গা খালি পরে আছে। এ চিত্র বেশ কয়েকবছর যাবৎ। কষ্ট পেলাম, নামাজটা ঈদের নামাজের মত লাগলো না। বিশ্বাস করুন, কোন কোন মসজিদে শুক্রবারের নামাজেও এর চেয়ে বেশি লোক হয়। বুকফাটা কান্না নিয়ে দীর্ঘ নিঃশ্বাস নিলাম। মোনাজাতে হাউমাউ করে কেদেছি, মহান আল্লাহর কাছে বলেছি, আল্লাহ এই মাঠটা রক্ষা করো। এই মাঠের প্রতি খাস রহমত বর্ষণ করো। এই মাঠ আমাদের ঐতিহ্য, আমাদের আবেগ, অনুভুতি, প্রেম, স্মৃতি, আনন্দ। মাঠের দূরাবস্থার কারণে অনেক জায়গায় এলাকাভিত্তিক ভাবে নামাজের ব্যাবস্থা করা হয়েছে। আমার বিশ্বাস মাঠের অবস্থা ভালো হয়ে গেলে সবাই মাঠে আসবে, কেননা এই মাঠে আমাদের নবী করিম (সা.) এর প্রধান সাহাবি, ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক (রা.) এর বংশধর আলহাজ্ব আনোয়ার সিদ্দিক সাহেব প্রায় ৩০ বছর ঈদের নামাজ পরিয়েছেন। এখন তারই ভাতিজা আলহাজ্ব সোমামা সিদ্দিক সাহেব নামাজ পড়ান। তারা ভারত থেকে আসতেন/আসেন। তাদের কন্ঠ শরীরে শিহরন তুলে। মনে হয় নবীজীর পছন্দের মানুষের পিছনে নামাজ পড়ছি। মাননীয় মেয়র সাহেব আপনি পারবেন, আপনাকে পারতে হবে। আমরা ভালুকার লক্ষাধিক যুবক থাকবো আপনার সাথে। এ মাঠকে বাঁচাতে আপনি উদ্যোগ নিন। উপজেলা পরিষদের নিজস্ব ঈদগাহ মাঠ রয়েছে। তাদের দায়বদ্ধতা নেই। আপনার আছে, আপনি পৌর পিতা, আপনার জন্ম হয়েছে মানুষের সেবা করার জন্য, তাই ডাক্তার হয়েছেন। অতিরিক্ত নেতৃত্ব দেওয়ার গুণাবলি থাকায় ভালুকার মতো প্রথম শ্রেণীর পৌরসভায় পরপর ২ বার মেয়র নির্বাচিত হয়েছেন। করোজোরে মিনতি করছি একটু এগিয়ে আসুন। ভেঙ্গে ফেলুন মাঠের জমি সংক্রান্ত বিরোধ। জমিতে যাদের দাবি আছে তাদেরকে আমরা সম্মান দিব। আমি জেনেছি তারা ওয়াকফে রেজিষ্ট্রি করে ঈদগাহ মাঠের নামে জমি দিয়ে দিবে, তারা শুধু চায় একটু সম্মান। সম্মান দিলে কেউ ছোট হয়না। আপনি তাদেরকে সামনে নিয়ে আসুন। তাদের বলুন, আপনাদের জমি ঈদগাহ মাঠ ও মসজিদকে দান করুন। তাদের সাথে নিয়ে আপনি নেতৃত্ব দিন, মাঠের চারপাশে স্থায়ী দোকান নির্মান করে দিন। দোকানদারের কাছ থেকে সিকিওরিটি বাবদ টাকা নিন। তাতে শুধু শতকোটি টাকাই আসবে না প্রতি মাসে আসবে মোটা অংকের ভাড়া। সেই টাকা দিয়ে মাঠটা পাকা করুন। বড় মসজিদের উন্নয়ন করুন। মসজিদের সাথে একটা এতিমখানা প্রতিষ্ঠা করুন। সদগায়ে জারিয়া হিসেবে মৃত্যুর পরও আপনি সহ জমিদাতাদের পরিবার সোয়াব পাবেন। ভালুকাবাসী সারা জীবন আপনাকে মনে রাখবেন। প্লিজ মেয়র মহোদয় এগিয়ে আসুন। মাঠটাকে বাঁচান। মানুষ যখন মাঠের এই দূরঅবস্থা দেখে আপনাকে কটু কথা বলে, তখন আপনার একজন ক্ষুদ্র সমর্থক হিসেবে আমার খারাপ লাগে। প্লিজ মেয়র মহোদয় একটু এগিয়ে আসুন আমরা লক্ষাধিক যুবক থাকবো আপনার সাথে।
Advertisements

  বর্ণমেলা প্রিন্টার্স এন্ড ক্রেস্ট গ্যালারী আমাদের সেবা সমূহ:- ক্রেস্ট, সম্মাননা স্মারক, মগ, মেডেল, আইডি কার্ড, ভিজিটিং কার্ড, ক্যালেন্ডার, পোস্টার, পিভিসি ব্যানার, ষ্টিকার সহ সকল প্রকার ছাপার কাজ করা হয় এবং সকল প্রকার সীল তৈরি ও যে কোন অনুষ্ঠানের গেঞ্জী, টিশার্ট প্রিন্ট করা হয়। ঠিকানা: সিডষ্টোর বাজার, ভালুকা, ময়মনসিংহ, মোবাঃ ০১৭১৫২৫৩৩৮৫, E-mail: bornamela03@gmail.com

Warning: file_get_contents(/home/bornamela24news/public_html/wp-content/plugins/advanced-ads/public/assets/js/ready-queue.min.js): failed to open stream: No such file or directory in /home/bornamela24news/public_html/wp-content/plugins/advanced-ads/classes/plugin.php on line 262