মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ত্রিশালে আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে স্বতন্ত্র মেয়র প্রার্থী পৌর মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ এর নির্বাচনি আলোচনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২জানুয়ারী) রাতে ৬নং ওয়ার্ড জনগনের আয়োজনে নওধার জিরো পয়েন্ট এলাকায় নির্বাচনি আলোচনা ও মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
৬নং ওয়ার্ডের বাসিন্দা ফরহাদ হুসাইন এর এর সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন স্বতন্ত্র মেয়র প্রার্থী পৌর মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ।
বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন, ৬নং ওয়ার্ডের বাসিন্দা- আব্দুল হক ফরাজি, আবু বক্কর ছিদ্দিক (চানু), আব্দুল খালেক ফরাজী, আজগর আলী , রুহুল আমিন মন্ডল, আব্দুল হালিম মন্ডল, ডাঃ নিজামুদ্দিন মন্ডল, আশিকুল ইসলা আশিক মন্ডল, ইব্রাহিম খলিল সুজন, মোঃ সাগর, আজগর আলী খান, প্রমুখ।
নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছের নির্বাচনী মিছিলে হাজার হাজার জনতা অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার (২১ জানুয়ারী) বিকেলে পৌরশহরের বিভিন্ন সড়কে জনসংযোগ করলে, বিভিন্ন ওয়ার্ড থেকে ছুটে আসা হাজার হাজার জনতা একত্রি হলে বিশাল এক মিছিলের রূপ নিয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে “প্রার্থী মোদের আনিছ ভাই তৃতীয় বার মেয়র চাই” স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলে পৌর শহর।
এ সময় মেয়র আনিছুজ্জামানের নেতৃত্বে বিশাল মিছিলটি তাঁর ২নং ওয়ার্ডের নির্বাচনী অফিসে এসে শেষ হয়।
কামরুজ্জামান মিনহাজ, নিজস্ব প্রতিবেদকঃ
আগামী ১৪ ফেব্রুয়ারী ময়মনসিংহের ত্রিশাল পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০জানুয়ারী) সন্ধ্যায় পৌরসভার ৪নং ওয়ার্ড পুরাতন ছাগল হাটা পৌর আওয়ামীলীগের উদ্যোগে নির্বাচনী কর্মী সমাবেশ আয়োজন করা হয়।
পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান চাঁনুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, নৌকার মনোনয়ন প্রার্থী আলহাজ্ব নবী নেওয়াজ সরকার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নুরুজ্জামান খোকন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এ এনএম শোভা মিয়া আকন্দ, উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল মোতালেব উপজেলা আওয়ামীলীগ নেতা ইকবাল হোসেন, উপজেলা যুবলীগ সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ছাত্রলীগ সভাপতি হাসান মাহমুদ, সাধারণ সম্পাদক ইমরান হোসেন, স্বেচ্ছাসেবকলীগেের আহবায়ক ইব্রাহীম খলিল শান্ত, ও পৌরযুবলীগ সাধারণ সম্পাদক ফুয়াদ হোসেন নিউটন প্রমুখ।
মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ত্রিশাল পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বইছে নির্বাচনী আমেজ। জমে উঠেছে নির্বাচনী আলোচনা। চায়ের দোকানে, আড্ডায় সর্বত্রই নির্বাচনী আবহ। পৌরসভার ৫নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী সাবেক কমিশনার রুহুল আমিন ব্যাপক গনসংযোগ করে যাচ্ছেন।
তার সম্পর্কে এলাকায় সাধারণ মানুষের সাথে এই প্রতিবেদক কথা বলে জানতে পারেন, পৌরসভার ৫নং ওয়ার্ডে সকল পেশা শ্রেনীর মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি নাম। তিনি খেটে খাওয়া অবহেলিত সুবিধাবঞ্চিত মানুষের দুঃখ দুর্দশার কথা মনযোগ দিয়ে শোনেন এবং নিজ তহবিল থেকে প্রয়োজনীয় সাহায্য দিয়ে গরীব দুঃখী মানুষের পাশে দাড়ান।

কাউন্সিলর প্রার্থী রুহুল আমিন
এ প্রসঙ্গে প্রতিবেদকের সাথে রুহুল আমিন জানান যে, পৌরসভা ৫নং ওয়ার্ডের মানুষের সাথে কাধে কাধ মিলিয়ে র্দীঘদিন কাজ করেছি, এখনও বিভিন্ন কাজ করে যাচ্ছি। আদর্শ সমাজ গঠনে নিজেকে নিয়োজিত রাখতে চাই। আসন্ন ১৪ ফেব্রুয়ারি ত্রিশাল পৌরসভা নির্বাচনে ৫নং ওয়ার্ড এ কাউন্সিলর প্রার্থী হিসেবে আমি সকলের দোয়া ও সমর্থন চাই। আমি নির্বাচিত হলে, অত্র ওয়ার্ডের দীর্ঘদিনের চিহ্নিত সমস্যা নির্মূলসহ মাদক, সন্ত্রাস নির্মূলে সচেষ্ট হবো।
তিনি এজন্য সকলের দোয়া ও সমর্থন চেয়েছেন এবং অভিপ্রায় ব্যক্ত করেন যে, নির্বাচিত হয়ে এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও মাদক নির্মুল এর উপর সর্বোচ্চ জোর দিয়ে কাজ করবেন যা ত্রিশাল পৌরসভার ৫নং ওয়ার্ডের জনগনের প্রানের দাবি।
প্রতিনিধি, লালপুর (নাটোর) : নাটোরের গোপালপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী রোকসানা মোর্তুজা লিলি নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ১ হাজার ৪ শত ২৬ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। এতে করে দীর্ঘ ২১ বছরের কলঙ্ক মুক্ত হয়ে এবারেই প্রথমবারের মত আওয়ামীলীগের কোন প্রার্থী জয়ী হলেন।
ফলাফল সূত্রে জানা যায়, আজ শনিবার (১৬ জানুয়ারি) অনুষ্ঠিত গোপালপুর পৌরসভায় মোট ভোটার ছিলেন ১৭ হাজার ৫ শত ৩৫ জন। এর মধ্যে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী গোপালপুর পৌর আওয়ামীলীগের সভাপতি রোকসানা মোর্তুজা লিলি পেয়েছেন ৬ হাজার ৫ শত ৭৮ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মঞ্জুরুল ইসলাম বিমল রেল ইঞ্জিন মার্কা প্রতিকে পেয়েছেন ৫ হাজার ১ শত ৫২ ভোট, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী আব্দুল্লা আল মামুন কচি পেয়েছেন ১ হাজার ১ শত ২৩ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুল হান্নান নারিকেল গাছ প্রতিকে পেয়েছেন ১ শত ৮৫ ভোট।
নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ত্রিশাল পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী সভা করে যাচ্ছেন বর্তমান মেয়র ও স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ।
শুক্রবার (১৫ জানুয়ারী) বিকেলে বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে পৌরসভার ১নং ওয়ার্ডের দক্ষিণ নামাপাড়া জামে মসজিদ সংলগ্ন এলাকায় মেয়র আনিছকে জয়যুক্ত করতে স্থানীয় জনগনের উদ্যোগে এক নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়।
আলহাজ্ব জয়নাল আবাদীনের সভাপতিত্বে প্রকৌশলী লূৎফর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মেয়র আনিছ।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা কৃষকলীগ সভাপতি মোস্তাফিজুর রহমান আলমগীর, সাবেক থানা প্রকৌশলী আব্দুল মতিন, হযরত আলী বিএসসি, মোবারক হোসেন বিএসসি, আব্দুল লতিফ মাষ্টার, প্রবীণ আওয়ামীলীগ নেতা আব্দুল মতিন (মতি চাচা) বর্তমান ১নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল করিম সেলিম, কাউন্সিলর প্রার্থী উসমান গনি কুসুম, প্রমুখ।
এই নির্বাচনী সভায় উপস্থিত জনগন উচ্চ কন্ঠে আওয়াজ করে হাত উঠিয়ে বলেন, মেয়র আনিছ ত্রিশালের রত্ন, আমরা অন্যকিছু বুঝিনা, মেয়র আনিছকে আমাদের মূল্যবান ভোট দিয়ে তৃতীয় বারের মত মেয়র বানাতে চাই। ত্রিশাল পৌরসভায় আনিছ কে আমরা আবারো মেয়র বানাবো।
মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়ন তাঁতীলীগ আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪জানুয়ারি) বিকেলে কালির বাজার রেলওয়ে ষ্টেশনে ইউনিয়ন তাঁতীলীগ আহবায়ক কমিটির আয়োজনে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
কাঁঠাল ইউনিয়ন তাঁতীলীগের আহবায়ক আব্দুল মালেক এর সভাপতিত্ব সদস্য সচিব মাহাবুব আলম সেলিম এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক সদস্য ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক, উপজেলা আওয়ামী লীগ সদস্য ফজলে রাব্বি মিয়া।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন,
উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য,বিশিষ্ঠ ব্যবসায়ী, সমাজসেবক, জননী গ্রুপের চেয়ারম্যান জননেতা ইকবাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কানাডা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম টমাস, উপজেলা কৃষকলীগের সভাপতি মেজবাহ উদ্দিন উজ্জল, উপজেলা তাঁতীলীগের আহবায়ক নেয়ামত আলী খান, সদস্য সচিব কামরুজ্জামান মিন্টু,। উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক সামী, প্রমুখ।
তাঁতীলীগের পরিচিতি সভায়,ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের ত্রিশাল পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী ছিলেন এম এ এ এস আলম বাবলু। তার মৃত্যুতে ত্রিশাল বাজার ব্যবসায়ীদের উদ্যোগে স্বরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১১জানুয়ারী বিকেলে পৌর শহরের পুরাতন ছাগল হাটা এই স্বরণ সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক অধ্যাপক গোলাম মোস্তফার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ত্রিশাল পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ। এছাড়াও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা স্বরণ সভায় অংশ নেন। স্বতন্ত্র মেয়র প্রার্থী বাবলূর মৃত্যুতে মেয়র আনিছ বলেন, বাবলূ আমার খুব কাছের মানুষ ছিল। সামাজিক ব্যক্তি ছিল বাবলু। ত্রিশাল বাজার ব্যবসায়ী সভাপতির দায়িত্ব পালন করেছেন তার মৃত্যু সমাজের অপূরণীয় ক্ষতি হয়েছে। তার বিদায়ী আত্মার শান্তি কামনা করি এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাই।
নিজস্ব প্রতিবেদকঃ
চট্রগ্রামের সাতকানিয়ার সন্তান সাবেক ছাত্রলীগ নেতা সাইফুদ্দিন ইমনকে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটিতে রাখায় খুশীর বণ্যা বইছে উত্তরা এলাকায়। ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলামের পিএস হিসাবে কাজ করার সুবাদে দীর্ঘদিন যাবত উত্তরা এলাকায় বসবাস করে বিভিন্ন স্তরের দলীয় নেতা কর্মী সহ সর্বসাধারণের সাথে মিশে সদাচরণের মাধ্যমে সবার মন জয় করে নেয়া মিশুক ইমনের এই পদপ্রাপ্তিকে নিজেদের বিজয় হিসেবে দেখে আত্মতৃপ্তিতে ভোগছে পুরো উত্তরাবাসী।
উল্লেখ্য, কমিটি ঘোষনার পরদিন থেকেই ইমনের উত্তরার বাসায় ভীড় করছে সাতকানিয়া ও ঢাকাস্থ বিভিন্ন এলাকা থেকে আগত তার বন্ধু বান্ধব নেতা কর্মী সহ নানান স্তরের মানুষ । এরই ধারাবাহিকতায় গতকাল সন্ধায় উত্তরা এলাকার বিভিন্ন স্তরের মানুষ সমবেত হয়ে সাইফুদ্দিন ইমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।
মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
দুরন্ত সাহসী মুজিব সৈনিক, ময়মনসিংহের ত্রিশাল উপজেলা ছাত্রলীগ এর সফল সভাপতি হাসান মাহমুদ এর পরিক্ষিত সৈনিক হিসেবে সবার কাছে সু-পরিচিত , বাল্য কাল থেকে ছাত্রলীগ রাজনীতির সাথে জড়িত, আওয়ামীলীগ পরিবারের সন্তান, হরিরামপুর মেদার পার ফুরকানিয়া মাদ্রাসার সভাপতি, উপজেলার ৭নং হরিরামপুর ইউনিয়ন এর তরুণ ছাত্রলীগ নেতা মোঃ হুমায়ুন কবীর।
কর্মনিষ্ঠা,আদর্শবান, একনিষ্ঠ ছাত্রলীগ কর্মী হয়ে নিরলস শ্রমের মাধ্যমে হরিরামপুর ইউনিয়ন ছাত্রলীগকে শক্তিশালী করতে নেতাকর্মীদেরকে সঙ্গে করে “জয়বাংলা জয় বঙ্গবন্ধু” স্লোগানে মুখরিত করে মাঠে, ময়দানে, মিছিলে-শোডাউনে সর্বদায় শ্রম দিয়ে যাচ্ছেন হুমায়ুন কবীর।
বাংলাদেশ ছাত্রলীগ হরিরামপুর ইউনিয়ন শাখা’র বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত মুখ তিনি। ছাত্রলীগের রাজনীতিতে তিনি নির্লোভ, সৎ, ত্যাগী ও সাহসী ছাত্রনেতা। মেধাবী এবং নেতাকর্মীদের কাছে জনপ্রিয়। পরিশ্রমী ও পরিচ্ছন্ন মুজিব আদর্শের সৈনিক, সেচ্ছাসেবী, করোনাকালীন দুঃসময়ে মাঠ পর্যায়ের সেচ্ছাসেবক। ছাত্রলীগ নেতাকর্মীদের ভালোবাসা আন্তরিকতা আর সহযোগিতা পেয়ে ইউনিয়ন ছাত্রলীগের প্রতিটা কর্মীর কাছে হয়ে উঠেছেন অসাধারণ ও নির্ভরযোগ্য।
মোঃ হুমায়ুন কবীর একান্ত সাক্ষাতকারে এই প্রতিবেদককে বলেন, গণতন্ত্রের মানসকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাব, ছাত্রলীগের একজন কর্মী হিসেবে বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নে নিজেকে উৎসর্গ করতে চাই। ছাত্রলীগের মতো সংগঠনে কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
শিক্ষা শান্তি প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।
ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সফল সভাপতি , যার হাত ধরে আমার ছাত্র রাজনীতিতে হাতেখঁড়ি, তিনি হলেন হাসান মাহমুদ ভাই। হাসান মাহমুদ ভাইয়ের নেতৃত্বে ত্রিশাল পৌর শহর সহ উপজেলার প্রতিটা ইউনিয়নের ছাত্রলীগ কমিটির সাংগঠনিক অবস্থা বর্তমানে অতীতের যেকোনো সময়ের চেয়ে আরও সুদৃঢ় ও শক্তিশালী।
ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করে ছাত্রলীগকে সাংগঠনিকভাবে আরো গতিশীল ও সমৃদ্ধশালী করতে সর্বদায় ভূমিকা রেখে চলবো আমি। ভবিষ্যতেও এই ভূমিকা অব্যাহত রাখবেন বলে মোঃ হুমায়ুন কবীর বর্ণামেলা নিউজ ২৪.কম এর এই প্রতিবেদককে জানান।