স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহ হরিণাকুন্ডু উপজেলার বেল্টুর মোড় নামক স্থানে মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে মোটরসাইকেল ও পাখি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, পাখি ভ্যানের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী রাস্তায় ছিটকে পড়লে অপরদিক থেকে আসা একটি আলমসাধু মোটরসাইকেল আরোহীর বুকের উপরে উঠে যায়। মোটরসাইকেল আরোহীকে গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। নিহত নয়ন লস্কর(২১) ঝিনাইদহ সদর উপজেলার পরমানন্দপুর গ্রামের মোঃ খায়রুল লস্কর এর ছেলে। নিহত নয়ন লস্কর ঝিনাইদহ জেলা ও দায়রা আদালতের আইনজীবী এ্যাডভোকেট ইশারত হোসেন খোকন সাহেবের সহকারি হিসেবে কর্মরত ছিলেন বলে জানা যায়।
মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া রোডে সড়ক দূর্ঘটনায় ফাতেমা বেগম (৫০) নামের ১জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৫ জন।
আহতরা হলেন, ময়মনসিংহ সদর উপজেলার বুলবুল (৩৫), নান্দাইল উপজেলার চৈইতন খালী এলাকার একই পরিবারের বাদশা (২২) জীবন নাহার (২৫) মীম আক্তার (১৭) ও নান্দাইল উপজেলার চরছিরামপুরের আলাউদ্দিন (৪৫)।
ত্রিশাল ফায়ার সার্ভিস তথ্যসূত্রে জানাযায়, বুধবার (২০জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় বালীপাড়া রোডের কর্তাখালীর পাড় নামকস্থানে সিএনজি ও অটোর মুখোমুখি সংর্ঘষে এই দূর্ঘটনা ঘটে। এলাকাবাসী ত্রিশাল ফায়ার সার্ভিসে সংবাদ দিলে ফায়ার সার্ভিস টিম লাশ উদ্ধার করে ত্রিশাল থানায় পুলিশের কাছে হস্তান্তর করে আহতদেরকে চিৎকিসার জন্য ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় ভূঁইয়া পেপার মিলের মেশিনে পিষ্ট হয়ে মেহেদি হাসান (১৫) নামে এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (১১ জানুয়ারি) ভোররাতে উপজেলার ছোট কাঁশর এলাকায়। ফ্যাক্টরির অব্যবস্থাপনার কারণে একইভাবে মেশিনে পিষ্ট হয়ে এর আগেও মাসুদ রানা (২৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার পাড়াগাঁও গ্রামের রফিকুল ইসলামের কিশোর ছেলে স্থানীয় নবদিগন্ত হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র মেহেদী হাসান (১৫) চলতি বছরের ৭ জানুয়ারি ভূঁইয়া পেপার মিলে শ্রমিক হিসেবে কাজে যোগদান করেন। গত রোববার প্রতিদিনের মতো নাইট শিফটে কাজ শুরু করেন। রাতের কোন এক সময় তিনি হাইকন পালপাড় ও কনবেয়ার বেল্ট মেশিনের সাথে পিষ্ট হয়ে মারা যান। সোমবার সকালে সহকর্মিরা মেহেদির লাশ দেখতে পেয়ে মিল কর্তৃপক্ষকে খবর দেয়। পরে থানায় বিষয়টি জানানো হলে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
নিহতের মা হামিদা খাতুন বলেন, তার ছেলে ১০ পারা কুরআনের হাফেজ। এবছর সে অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে পাড়াগাঁও নবদিগন্ত স্কুল থেকে নতুন বই নিয়েছে। তার বাবা নেই, পড়া লেখার টাকা যোগারের জন্য তিনদিন আগে এই ফ্যাক্টরীতে চাকরী নিয়েছে।
এ সময় ফ্যাক্টরীর বাইরে উপস্থিত স্থানীয় লোকজন জানান, কারখানাটি লাউতি খাল দখল করে গড়ে উঠেছে। ইটিপি প্লান ব্যবহার না করেই শিশু শ্রমিকদের দিয়ে তাদের ইচ্ছেমতো উৎপাদন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। কারখানার উচ্ছিষ্ট ময়লা কাগজ প্রকাশ্যে আগুন দিয়ে পুঁড়িয়ে এলাকার পরিবেশ মারাত্মক ক্ষতি করছে। শিল্পআইনের তোয়াক্কা করছেনা ফ্যাক্টরিটি। গত ২০১৯ সালের ২১ অক্টোবর রাতে ফ্যাক্টরির অব্যবস্থাপনার কারণে মেশিনে পিষ্ট হয়ে মাসুদ রানা নামে আরো এক শ্রমিকের মৃত্যু হয়েছিল।
ভুঁইয়া পেপার মিলের অ্যাডমিন ম্যানেজার আব্দুর রহিম বলেন, ভোরের দিকে পেপার কাটিং নেবার সময় নিহত মেহেদীর লাশ দেখতে পেয়ে ভালুকা মডেল থানাসহ ফ্যাক্টরীর উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন কারখানায় আসেন। কিশোর শ্রমিক দিয়ে কাজ করানোর বিষয়টি অস্বীকার করে তিনি আরো বলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে প্রাপ্ত জন্ম নিবন্ধন দেখে শ্রমিকদেরকে নিয়োগ দেয়া হয়ে থাকে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাঈন উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিবার থেকে অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেয়া হবে। লাশের বিষয়ে এখানো সিদ্ধান্ত নেয়া হয়নি। থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি প্রক্রিয়াধীন।
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের শৈলকুপায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাব্বির হোসেন (১৪) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। ঘটনাটি শনিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার আবাইপুর ইউনিয়নের কৃপালপুর গ্রামে। নিহত শিক্ষার্থী ওই গ্রামের মশিয়ার মৃধার ছেলে ও মীনগ্রাম মাদ্রাসার শিক্ষার্থী। নিহতের চাচা সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তার মৃধা জানান, ভাতিজা সাব্বির দুপুরে তার মামার মোটরসাইকেল নিয়ে আবাইপুর গ্রামের মাঠের ভিতর বন্ধুদের সাথে চালাতে যায়। অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি)জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর রেল স্টেশন এলাকায় ২টি মালবাহি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর দীর্ঘ সাড়ে ৬ ঘন্টার উদ্ধার কাছ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বরখাস্ত করা হয়েছে একটি ট্রেনের চালককে। স্থানীয়রা জানায়, সোমবার রাত দুইটার দিকে কোটচাঁদপুর ট্রেন স্টেশনে খুলনা থেকে পার্বতীপুর তেলবাহি ট্রেন ও দর্শনা থেকে যশোরের নওয়াপাড়া গামি পাথরকুচি বোঁঝায় ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৪ টি তেলের ট্যাংকার ও একটি ইঞ্জিন লাইচ্যুত হয়। এরপর থেকেই খুলনা থেকে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঈশ্বরদি থেকে একটি রিলিফ ট্রেন এসে সকাল ৬ টার দিকে উদ্ধার কাজ শুরু করে। বেলা ১২ টার দিকে স্টেশনের ২ নং লাইন থেকে ট্যাংকার সরিয়ে ও লাইন মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। রেলের পশ্চিমাঞ্চলের প্রধান পরিবহণ কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, খুলনা থেকে পার্বতীপুর গামী কেপি ২১ আর ট্রেনের চালক আনিছুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ঘটনা করা হয়েছে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি। আগামী ৩ দিনের মধ্যে তদন্ত কমিটি দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দিবেন। তিনি আরও জানান, ৪ টি তেলের ট্যাংকারের মধ্যে ৩ টি ট্যাংকারের তেল পড়ে গেছে। প্রতিটি ট্যাংকারে ৪২ টন ডিজেল ছিল। এ ঘটনার পর স্থানীয় সংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খান চঞ্চল, কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেছা মিকিসহ রেলের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। এদিকে প্রতি কন্টেইনারে (বিটিও) ডিজেল ছিলো ৮৬৬৬ লিটার প্রায়। তাহলে লাইনচ্যুত তিন কন্টেইনারে প্রায় ২৬ হাজার লিটারের মতো ডিজেল হয়। বর্তমান ডিজেলের বাজার মূল্য অনুযায়ী প্রতি লিটারে ৬৫ টাকা ধরলে মোট টাকার পরিমাণ দাড়ায় ১৬ লক্ষ ৯০০০০ হাজার বা প্রায় ১৭ লক্ষ। আর দুই লোকো (ইঞ্জিন) এবং এর বাকি কোচ বা বগি গুলোর ক্ষয়ক্ষতির হিসেব না হয় পরেই করলাম! সাথে লাইনের ক্ষয়ক্ষতি তো আছেই। ২০২০ সালে এসেও যদি রেলের এরকম দূর্ঘটনা দেখতে হয় তাহলে কি বলার থাকে? স্টেশনের ১ নাম্বার লাইনে দুই ট্রেনের ই ঢুকে পড়াকে লোকো মাস্টারের ভুল ধরবো নাকি রেলের কন্ট্রোলিং সিস্টেমকে ? মান্দাতের আমলের যুগেই পড়ে রইলো রেল। রেলস্টেশন মাষ্টার গোলাম মোস্তফা জানান, প্রায় ১৭ লাখ টাকার তেল ক্ষতি হয়েছে। এটা কর্তৃপক্ষ দেখবেন বলে জানান।
নিজস্ব প্রতিবেদকঃ
ধর্ষণ বন্ধ করুন সুস্থ্য সুন্দর দেশ গড়ুন- স্লোগানকে সামনে নিয়ে সারাদেশে নারী নির্যাতন ও ধর্ষন কারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ময়মনসিংহের ত্রিশালে সামাজিক সংগঠন ত্রিশাল হেলপ্লাইন এর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৭ অক্টোবর সকাল ১১ টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল দরিরামপুর বাসষ্ট্যান্ড এলাকায় এক ঘন্টা ব্যাপী এই মানববন্ধন করা হয়।
এ মানববন্ধনে অংশ নেয় অগ্রগামী সংগঠন, হাত বাড়াও সংগঠন ও অনির্বাণ সংগঠন। চারটি সংগঠনের কয়েক শত কর্মীরা নারী নির্যাতন বন্ধ করো, ধর্ষণ বন্ধ করো ব্যানারে এবং প্লেকার্ডে এই স্লোগান টি লিখে রাস্তায় দাঁড়ালে ত্রিশাল হেলপ্লাইন এর সভাপতি হামিদুর রহমান সুমন সবাইকে শান্তিপূর্ণ ভাবে মানববন্ধন সফল করার আহ্বান জানান।
এ সময় বক্তব্য রাখেন, বিশাল হেল্পলাইনের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান বাবু। এছাড়াও বক্তব্য রাখেন, অগ্রগামী সংগঠনের সভাপতি ময়দিন হাসান, সাধারণ সম্পাদক, অনিক মাহমুদ, হাত বাড়াও সংগঠনের সভাপতি ফারুক আহমেদ ও অর্নিবাণ সংগঠনের নেতৃবৃন্দ। সারাদেশে নারী নির্যাতন ও ধর্ষণকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবীর উদার্থ আহ্বান জানান সরকারের কাছে সকল সংগঠনের বক্তারা।
রিপোর্ট- ফকরুদ্দীন আহম্মেদ
নিউজ সম্পাদনা-মোমিন তালুকদার
স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের ত্রিশালে চাঞ্চল্যকর একটি হত্যা মামলার পলাতক আসামি হয়েও বাদী পক্ষের বিরুদ্ধে উল্টো মামলা দায়ের করেছে এক নারী। এঘটনায় হত্যার শিকার পরিবারটির মধ্যে ভীতি, আতঙ্ক ও শঙ্কায় পড়েছেন। তাদের অভিযোগ, থানা পুলিশের খাতায় পলাতক হত্যা মামলার আসামি হয়েও ঘুরছে প্রকাশ্যে।
জানা গেছে, ত্রিশালের চাঞ্চল্যকর হত্যাকান্ডের ঘটনা উপজেলার নওধার গ্রামের বাসিন্দা যুবলীগ নেতা মনিরুজ্জামান মনির হত্যাকান্ড। চলতি বছরের ৯ আগস্ট দুর্বৃত্তরা হত্যা করে তাকে। এঘটনায় নিহত মনিরুজ্জামানের স্ত্রী সালমা আক্তার বাদী হয়ে ১১ জনকে আসামি করে ত্রিশাল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার প্রেক্ষিতে থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাৎক্ষনিক ৬ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। বাকী ৫ জন আসামি এখনও পলাতক। এই পলাতক আসামিদের একজন মোছাঃ ফাতেমা খাতুন। পলাতক হয়েও হত্যা মামলার বাদী নিহতের স্ত্রী সালমা আক্তারসহ তার পরিবারের বিরুদ্ধে ময়মনসিংহের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি সিআর মামলা দায়ের করেছেন। মামলা নং-২৩১/২০২০। হত্যা মামলার পলাতক আসামি হয়েও কি করে তিনি মামলা করলেন এনিয়েই উঠেছে বিভিন্ন মহলে নানা প্রশ্ন। চলছে আলোচনা সমালোচনাও। পুলিশের খাতায় পলাতক হয়েও বাদী হওয়ার প্রেক্ষিতে আদালত প্রাঙ্গণে স্বদর্পে ঘুরছে প্রকাশ্যে। হত্যা মামলার পলাতক আসামিরা আদালত প্রাঙ্গণে ঘুরে বেড়ানোর কারনে বাদী পক্ষ শঙ্কিত, ভীত ও আতঙ্কিত। জানা গেছে, আসামিরা অবস্থান করছে তাদের নিজ নিজ বাড়িতেই। সূত্র জানায়, হত্যা মামলার পলাতক আসামি সিআর মামলার বাদী মোছাঃ ফাতেমা খাতুনের দায়েরকৃত মামলার বর্ণনাতেও রয়েছে নানা অসঙ্গতি। তার দায়েরকৃত মামলায় আসামি করা হয়েছে নিহত মনিরুজ্জামান মনিরের ছোট ভাই সাংবাদিক মাসুদ মিয়া ও তার স্ত্রী লাইজু বেগমকে । ফাতেমা খাতুনের দায়েরকৃত মামলার আর্জিতে উল্লেখ করা হয় যে, সাংবাদিক মাসুদ মিয়ার বয়স ৩০ বছর এবং তার স্ত্রী লাইজু বেগমের বয়স ৩৭ বছর যা এক অসঙ্গতিপূর্ণ বর্ণনা। এনিয়ে সৃষ্টি হয়েছে সমালোচনা। অপরদিকে ফাতেমা খাতুন তার মামলায় যাদেরকে সাক্ষী দেখিয়েছেন তারা মনিরুজ্জামান মনির হত্যাকান্ডে গ্রেফতারের পর থেকেই কারাগারে রয়েছেন। কারাগারে থেকে কি করে সাক্ষী হলেন এনিয়ে চলছে গুঞ্জন। এদিকে পলাতক আসামিরা কি করে প্রকাশ্যে ঘোরাফিরা করছে! থানা পুলিশের কর্মকান্ড নিয়েও উঠেছে প্রশ্ন।
নিহত মনিরুজ্জামান মনিরের ছোট ভাই সাংবাদিক মাসুদ মিয়া জানান, আসামিরা প্রতিদিন আমাদের হুমকি দিচ্ছে। পলাতক আসামি আমাদের নামে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছে।
এ বিষয়ে জানতে ত্রিশাল থানার ওসি মাহমুদুল ইসলামকে ফোনে পাওয়া যায়নি।
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ট্রাক চাপায় শাহজালাল (৪০) নামের এক চায়ের দোকানদার নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার রাত ১২টায় ঢাকা-ময়মনসিংহ সড়কের সিডস্টোর উত্তর বাজার হবিরবাড়ী জেনারেল হাসপাতালের সামনে। নিহত শাহজালাল ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মনিপুরা গ্রামের শাহজাহানের ছেলে।
স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, নিহত শাহজালাল উপজেলার সিডস্টোর বাজারে একটি চায়ের দোকান দিতে ৮/৯ দিন আগে আসে। ঘটনার দিন দোকানের মেঝে ঠিক করার জন্য মহাসড়কের রোড ডিভাইডারের সাইটে জমে থাকা বালু ভ্যানগাড়ী দিয়ে তুলে নেয়ার সময় সিডস্টোর উত্তর বাজার হবিরবাড়ী জেনারেল হাসপাতালের সামনে ময়মনসিংহগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট- ১৬-৪৭৭৪) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ভ্যানগাড়ীটি ধুমড়েমুচড়ে যায়। পরে ভালুকা মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ভরাডোবা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
ভরাডোবা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ তৈমুর আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা গেলের ট্রাকের চালককে আটক করা যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রাস্তা পারাপারের সময় বালুভর্তি অজ্ঞাত ট্রাক চাপায় নজরুল ইসলাম (৩৯) নামে এক পথচারী নিহত হয়। জানা যায় (০৭ সেপ্টেম্বর) সোমবার সন্ধ্যায় ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের ডিভাইডারের রেলিং টপকে পার হওয়ার সময় ঢাকাগামী অজ্ঞাত বালুবোজাই ট্রাক চাপা দিলে নজরুল ইসলাম ঘটনা স্থলেই নিহত হয়। সে পার্শ্ববর্তী গফরগাঁও উপজেলার পৌরসদর ৩১৭ কেবি আই রোড শিলাসি এলাকার ইউসুব আলীর ছেলে।
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় একটি বাসা বাড়িতে আগুন লেগে ৪টি রুম পুড়ে ছাই হয়ে গেছে, এতে আনুমানিক ৫ লাখ টাকার তি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে রুকেয়া বেগম (৫০) নামে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় ও ভালুকা ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর উত্তর বাজারের আফাজ খানের একটি বাড়িতে আগুন লাগলে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। পরে খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিস এক ঘন্টা চেষ্টা করে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে স্বক্ষম হন।
আগুনে ঐ বাসার ৪টি রুম পুড়ে ছাই হয়ে যায়। বাসার মালিক জানান, আগুন খুব দ্রুত ছড়িয়ে পরার কারণে রুমগুলোতে তাদের নগদ অর্থ, অলংকার ও নিত্য ব্যবহৃত আসবাপত্র পুড়ে যায়।
ভালুকা ফায়ার সার্ভিসের ফায়ারম্যান ওয়াহিদ হাসান জানান, আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথেই আমাদের চৌকস টিম ঘটনাস্থলে গিয়ে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রনে আনে। প্রাথমিক ধারণা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুনে প্রায় ৫লাখ টাকার ক্ষতি হয়েছে আর ২০লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
আগুন লাগার স্থান স্থানীয় হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ বাচ্চু ও ইউপি সদস্য হাবিবুর রহমান হাবি পরিদর্শন করেছেন।