মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ৮নং সাখুয়া ইউনিয়নে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ জানুয়ারি) রাতে সাখুয়া ইউনিয়নের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে কাজী ফরাজীবাড়ী যুব সমাজের উদ্যোগে এ ফাইনাল খেলা জাঁকজমক আনন্দগন পরিবেশে অনুষ্ঠিত হয়।
ত্রিশাল উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী সাইদুজ্জামান মন্ডল (জামান) এর সভাপতিত্বে, খেলায় স্বাস্থ্যের উপকারিতার উপর গুরুতারোপ করে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পুরুষ্কারপ্রাপ্ত বক্তা আব্দুর রশিদ ডাবল এম.এ।
উদ্বোধক হিসেবে ছিলেন, মনু ফকির স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক রেজাউল করিম (কায়েছ)।
বিশেষ অতিথি ছিলেন, সাখুয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আল-আমিন, ইউনিয়ন শ্রমিকলীগের সাবেক সভাপতি আইন উদ্দিন বেপারি, ভাই ভাই ব্রিকস্ এর আনোয়ার হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি, বিশিষ্ট ব্যবসায়ী হারুন অর রশীদ, ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সাবেক আহবায়ক হারুন অর রশীদ (হারুন), বিশিষ্ট ব্যবসায়ী মুজিবুর রহমান। চাকুরীজীবী আশরাফুল ইসলাম, মাহাবুর ফরাজী।
আমন্ত্রিত অতিথী- বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম বেপারী, উজ্জল সরদার, মকবুল হোসেন মক্কু, আবু হানিফ, জাহাঙ্গীর আলম ফরাজি, শফিকুল ইসলাম শফিক, জামাল উদ্দিন, প্রমুখ।
এ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলা শেষে বিজয়ী টিমের হাতে ট্রফি তুলেদেন খেলায় আসা আমন্ত্রিত মেহমানগণ।
উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী সাইদুজ্জামান মন্ডল (জামান) বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। আজকের খেলোয়ার আগামীদিনের ভবিষ্যৎ, খেলার জন্য ভালো কিছু করতে হবে, খেলায় পুরষ্কার পাওয়াটা বড়বিষয় নয়, অংশগ্রহন করাটা মুল বিষয়। খেলাধুলা মাদক থেকে দুরে রাখতে সহায়তা করে, এছাড়াও সমাজ বিরোধী কাজ থেকে দুরে রাখে। জাতির পিতাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খেলাকে ভালোবাসতেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় এসে খেলোয়ারদের প্রতি সু-নজর দিয়েছে, খেলোয়ারদের সকল সুবিধা দিয়েছে।
নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাখুয়া ইউনিয়নের বাবুপুর যুব সমাজের উদ্যোগে রবিবার (১৩ডিসেম্বর) মিনি ক্রিকেট ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
খেলা উদ্বোধন করেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আনোয়ার হোসেন। সাখুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুছ সাত্তার ফকিরের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাখুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহ্ মোহাম্মদ গোলাম ইয়াহিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা আব্দুর রাজ্জাক তালুকদার, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জয়নাল বাগা, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম। ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের সমাজকল্যান সম্পাদক মোমিন তালুকদার, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মতিন ফকির, সাখুয়া ইউনিয়ন শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক বাবুল খান, সাখুয়া ইউনিয়ন তাতীলীগের সদস্য সচিব আব্দুল লতিফ, সাখুয়া ইউনিয়ন সাংস্কৃতিক জোট এর যুগ্ম আহবায়ক আব্দুর রহমান সীজন। খেলাটির আয়োজন করেন, সাখুয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান বাবু। খেলাটি পরিচালনা করেন, মোঃ জামিল ও মিনহাজ।
খেলায় বাবুপুর স্বপ্নছোয়া স্পোটিং ক্লাবকে ২ রানে পরাজিত করে। চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন সাখুয়া ঐক্যমত যুব সংঘ। বিজয়ী টিমকে ট্রফি তুলে দেন খেলায় আসা অতিথীবৃন্দ।
স্টাফ রিপোর্টারঃ
আসুন আমরা সুন্দর একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করি যাতে আগামী প্রজন্ম সুন্দর ভাবে গড়ে উঠে। কথা গুলো বলছিলেন, ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়নের কালীর বাজারের কৃতি সন্তান গাজীপুরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও শিল্পপতি আবুল কালাম।
মঙ্গলবার (২৭অক্টোবর) বিকেলে কালীর বাজার উচ্চ বিদ্যালয় মাঠে এক ফুটবল টুর্নামেন্ট খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এ সময় বিশেষ অতিথি ছিলেন, ল্যান্স কর্পোরাল (অবঃ) ও প্রচার সম্পাদক কেন্দ্রীয় কমিটি, অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থা (অসকস) বাংলাদেশ মোঃ শফিকুল ইসলাম, পুলিশ অফিসার মোঃ মজিবুর রহমান (অবঃ), ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফকরুদ্দীন আহমেদ, গাজীপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব ১৬ ফুটবল টিমের সাবেক খেলোয়াড় রিপন রায়, আতিকুল ইসলাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ ঝিনাইদহে শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের খেলা। সোমবার সকালে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এসময় পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার লক্ষন কুমার দাস ও উজির আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম লিকুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে মেয়েদের খেলায় মুখোমুখি হয় সদর উপজেলার মধুহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হরিণাকুন্ডুর দড়িবিন্নী সরকারি প্রাথমিক বিদ্যালয়। অপরদিকে ছেলেদের খেলায় প্রতিদ্বন্দীতা করে সদরের রুপদাহ সরকারি প্রাথমিক বিদ্যলয় বনাম হরিণাকুন্ডুর দখলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। সোমবার থেকে শুরু হওয়া এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ২৮ ডিসেম্বর। এতে জেলার ৬ উপজেলার ১২ টি দল অংশগ্রহণ করবে।
ঝিনাইদহ সংবাদ ডেস্ক: ঝিনাইদহে দিন ব্যাপী টেবিল টেনিস প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজে এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়। ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জয়া রানী চন্দ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমান। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে দিনব্যাপী এই প্রতিযোগিতায় ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিযোগিতা করে। আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বালক পর্যায়ে চ্যাম্পিয়ন হয় কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী আবরার মাহমুদ নাবিদ, রানার্সআপ হয় কা ননগর মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী শাহেদ শাহরিয়ার অভি, ৩য় হয় কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সাকিব রায়হান, মেয়েদের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী জুই খাতুন, রানার্সআপ ও ৩য় হয় একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী কুলসুম খাতুন ও জয়ায়রীয়া ফেরদৌস।

সর্বশেষ কোপা আমেরিকায় চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাছে হেরেই সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল আর্জেন্টিনা। প্রতিযোগিতামূলক ম্যাচ না হলেও, ফিফা ফ্রেন্ডলি ম্যাচে সেই পরাজয়ের প্রতিশোধ নিয়ে নিলো আর্জেন্টিনা।
অধিনায়ক লিওনেল মেসির করা গোলে ম্যাচের ১৩ মিনিটের মাথায় এগিয়ে যায় আর্জেন্টিনা। এই এক গোলই তাদের জয়ের জন্য যথেষ্ট প্রমাণিত হয়।
ঘরের মাঠে হওয়া কোপা আমেরিকার শিরোপা জেতার পর থেকেই ব্যাকফুটে রয়েছে ব্রাজিল। কোপার ফাইনালের পর থেকে পঞ্চম ম্যাচে দ্বিতীয় পরাজয় এটি তাদের। অন্যদিকে ব্রাজিলের কাছে হেরে বিদায় নেয়ার পর টানা ষষ্ঠ ম্যাচে অপরাজিত রইলো আর্জেন্টিনা।
অথচ আজকের ম্যাচে প্রথম গোল পেতে পারত ব্রাজিলই। ১০ মিনিটের মাথায় পেনাল্টি পেয়েছিল তারা। কিন্তু পোস্টের বাইরে শট করে বসেন গ্যাব্রিয়েল হেসুস। যে কারণে পুড়তে হয় সহজ সুযোগ মিসের যন্ত্রণায়।
এর মিনিট তিনেক পরেই পেনাল্টি পায় আর্জেন্টিনাও। লিওনেল মেসির নেয়া সেই শট ঠেকিয়ে দিয়েছিলেন ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন বেকার। কিন্তু ফিরতি শটে দলকে এগিয়ে দেন আর্জেন্টাইন অধিনায়ক।
শুরুতেই গোল হজম করে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে পড়ে ব্রাজিল। কিন্তু এতে কাজের কাজ হয়নি কিছুই। উলটো ২২ মিনিটে ক্যাসেমিরো এবং ২৭ মিনিটে হলুদ কার্ড দেখেন দানিলো। কিন্তু তেমন কোনো জোরালো আক্রমণ করতে পারেনি তারা।
বিরতির আগে একটি হলুদ কার্ড অবশ্য দেখেছে আর্জেন্টিনাও। ডি পল হলুদ কার্ড পান ৪৩ মিনিটের সময়। এর দুই মিনিট পর আর্জেন্টাইন গোলরক্ষক আনদ্রাদা ডি বক্সের বাইরে এসে বল ক্লিয়ার করতে গেলে ফাঁকায় পেয়ে যান হেসুস। কিন্তু এ সুযোগটিও হাতছাড়া করেন তিনি। ফলে পিছিয়ে থেকেই মাঠ ছাড়তে হয় ব্রাজিলকে।
দ্বিতীয়ার্ধে ফিরেও কোনো গোল করতে পারেনি দুই দল। উল্টো বেড়েছে হলুদ কার্ডের সংখ্যা। এবার আর্জেন্টিনার পক্ষে হলুদ কার্ড দেখেন নিকলাস তালিয়াফিকো এবং লিওনেল পারেদেস। ব্রাজিলের পক্ষে সতর্কবার্তা স্বরুপ কার্ড দেখেন এডের মিলিটাও।
পুরো ম্যাচজুড়েই বল দখলে এগিয়ে ছিলো ব্রাজিল। ম্যাচের প্রায় ৬৬ শতাংশ সময় নিজেদের দখলে বল রাখে তারা। কিন্তু গোলমুখে শট নিতে পারে মাত্র ১টি। অন্যদিকে ৮ বার লক্ষ্য বরাবর শট নিয়েও একটির বেশি গোল পায়নি আর্জেন্টিনা। তবে মেসির করা সেই এক গোলই জিতিয়ে দেয় ম্যাচ।
ইনজুরির কারণে নিজের পূর্ণশক্তির দল নিয়ে মাঠে নামতে পারেননি ব্রাজিল কোচ তিতে। ভরসা রেখেছেন তরুণদের ওপর। একই অবস্থা আর্জেন্টিনা দলেও। অভিজ্ঞদের বাইরে রেখে নতুন খেলোয়াড়দের নিয়েই দল সাজিয়েছেন লিওনেল স্কালোনি।
ব্রাজিল একাদশ: অ্যালিসন বেকার, দানিলো, এডের মিলিটাও, থিয়াগো সিলভা, অ্যালেক্স সান্দ্রো, আর্থুর মেলো, ক্যাসেমিরো, লুকাস পাকুইতা, গ্যাব্রিয়েল হেসুস, রবার্তো ফিরমিনো এবং উইলিয়ান।
আর্জেন্টিনা একাদশ: এস্তেবান আনদ্রাদা, হুয়ান ফয়েথ, গ্যাব্রিয়েল পিজেল্লা, নিকলাস ওটামেন্ডি, নিকলাস তালিয়াফিকো, রদ্রিগো ডি পল, লুকা ওকাম্পোস, লিওনেল পারেদেস, জিওভানি লো সেলসো, লুকা মার্টিনেস ও লিওনেল মেসি।
শুক্রবার (১৫ নভেম্বর) সৌদি আরবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচে জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। ১-০ গোলে জয় লাভ করে আর্জেন্টিনা। এদিন তিন মাসের কনমেবলের দেওয়া নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ফিরেই ব্রাজিলকে হরালেন মেসি।
সৌদি আরবে কিং আব্দুল্লাহ স্টেডিয়ামে শুক্রবার (১৫ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১১টায় মুখোমুখি হয় ব্রাজিল ও আর্জেন্টিনা। এ ম্যাচে আর্জেন্টিনা জাতীয় দলে সুপারস্টার লিওনেল মেসি থাকলেও ব্রাজিল দলে ছিলেন না নেইমার। স্বাভাবিকভাবেই এই ম্যাচকে ঘিরে ব্রাজিল-আর্জেন্টিনার ভক্ত-সমর্থকদের মধ্যে চাপা উত্তেজনাও দেখা গেছে।
ম্যাচ শুরুর ৯ মিনিটের মাথায় ডি-বক্সে নাম্বার নাইন গ্যাব্রিয়েল জেসুসকে ফাউল করে আর্জেন্টিনা। রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান। তবে ম্যানসিটিতে খেলা সেলেসাও এই ফরোয়ার্ড গোল দিতে ব্যর্থ হন। ব্রাজিলও বঞ্চিত হয় গোল থেকে।
ব্রাজিল পেনাল্টি পাওয়ার মিনিট পাঁচেক পরেই ডি-বক্সে মেসিকে ফাউল করে ব্রাজিলের রক্ষণভাগের খেলোয়াড় মিলিতাও। রেফারি পেনাল্টি দিলে গোল দিয়ে দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা লিওনের মেসি দলকে এগিয়ে দেন।
আগের রাতে হ্যাটট্রিক করে দলকে ৬-০ গোলের বিশাল জয় এনে দিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। চিরপ্রতিদ্বন্দ্বীর এমন পারফরম্যান্সের পর আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর কি আর চুপ করে বসে থাকতে পারেন!
চব্বিশ ঘণ্টার ব্যবধানে জ্বলে উঠলেন মেসিও। তাও কি না ব্রাজিলের বিপক্ষে সুপার ক্লাসিকো ম্যাচে। তার করা গোলেই ম্যাচের ১৩ মিনিটের মাথায় এগিয়ে গেলো আর্জেন্টিনা।
এর মিনিট তিনেক পরেই পেনাল্টি পায় আর্জেন্টিনাও। লিওনেল মেসির নেয়া সেই শট ঠেকিয়ে দিয়েছিলেন ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন বেকার। কিন্তু ফিরতি শটে দলকে এগিয়ে দেন আর্জেন্টাইন অধিনায়ক।
সৌদি আরবের কিং সৌদ ইউনিভারসিটি স্টেডিয়ামে সুপার ক্লাসিকো ম্যাচে মুখোমুখি হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা। সবশেষ কোপা আমেরিকার পর এটিই দুই দলের প্রথম সাক্ষাৎ।
ইনজুরির কারণে নিজের পূর্ণশক্তির দল নিয়ে মাঠে নামতে পারেননি ব্রাজিল কোচ তিতে। ভরসা রেখেছেন তরুণদের ওপর। একই অবস্থা আর্জেন্টিনা দলেও। অভিজ্ঞদের বাইরে রেখে নতুন খেলোয়াড়দের নিয়েই দল সাজিয়েছেন লিওনেল স্কালোনি।
ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় রাত ১১টায়। তবে উপমহাদেশে কোনো টিভি চ্যানেলে সরাসরি দেখাচ্ছে না। তবে দেখা যাবে অনলাইনে।
সরাসরি ব্রাজিল-আর্জেন্টিনার সুপার ক্লাসিকো দেখতে ক্লিক করুন
ব্রাজিল একাদশ: অ্যালিসন বেকার, দানিলো, এডের মিলিটাও, থিয়াগো সিলভা, অ্যালেক্স সান্দ্রো, আর্থুর মেলো, ক্যাসেমিরো, লুকাস পাকুইতা, গ্যাব্রিয়েল হেসুস, রবার্তো ফিরমিনো এবং উইলিয়ান।
আর্জেন্টিনা একাদশ: এস্তেবান আনদ্রাদা, হুয়ান ফয়েথ, গ্যাব্রিয়েল পিজেল্লা, নিকলাস ওটামেন্ডি, নিকলাস তালিয়াফিকো, রদ্রিগো ডি পল, লুকা ওকাম্পোস, লিওনেল পারেদেস, জিওভানি লো সেলসো, লুকা মার্টিনেস ও লিওনেল মেসি।
স্পোর্টস আপডেট ডেস্কঃ মিরপুরে বিসিবি কার্যালয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় না বসে নতুন করে সংবাদ সম্মেলন করেছেন ক্রিকেটাররা। সেখানে ক্রিকেটারদের বক্তব্য তুলে ধরেন ব্যারিস্টার মোস্তাফিজ। সংবাদ সম্মেলনে পুরোনো ১১টি দাবির সঙ্গে আরও দুটি দাবি যোগ করেন ক্রিকেটাররা।
ব্যারিস্টার মোস্তাফিজুর ১৩টি দাবি সাংবাদিকদের সামনে তুলে ধরেন। নিচে সংক্ষেপে তা দেওয়া হলো-
১, ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের বর্তমান সদস্যদের পদত্যাগ করতে হবে। এই সংগঠনের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে প্রফেশনাল ক্রিকেটার অ্যাসোসিয়েশন নামে আরেকটি সংগঠন প্রতিষ্ঠিত করতে হবে। ক্রিকেটাররা নির্বাচন করেই তাদের ঠিক করবেন। পেশাদার ক্রিকেটারদের স্বার্থ নিয়ে তারা কাজ করবে।
২, ঢাকা প্রিমিয়ার লিগসহ ঢাকার অন্য লিগগুলো আগের অবস্থানে ফিরিয়ে নিতে হবে। প্লেয়াররা যাতে নিজেদের পছন্দে ক্লাব চয়েস করতে পারে।
৩, বিপিএল আগামী বছর থেকে আগের নিয়মে নিতে হবে। প্লেয়ার কেনার ক্ষেত্রে। আর বিদেশি ও দেশি ক্রিকেটারদের মধ্যে বৈষম্য দূর করতে হবে।
৪, প্রথম শ্রেণির ক্রিকেটের ম্যাচ ফি ১ লাখ টাকা দিতে হবে এবং পারিশ্রমিক আরও বাড়াতে।
৫, খেলার সুবিধা আরও বাড়াতে হবে।
৬, জাতীয় ক্রিকেটের চুক্তিতে খেলোয়াড় সংখ্যা বাড়াতে হবে।
৭, স্টাফ, গ্রাউন্ডসম্যান, কোচিং স্টাফদের বেতন ও সুবিধা বাড়াতে হবে। বিদেশিদের মতো বিবেচনা করতে হবে।
৮, লিস্ট ‘এ’ ক্রিকেট ম্যাচ ও টুর্নামেন্ট বাড়াতে হবে। এছাড়া ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টও বাড়াতে হবে।
৯, ঘরোয়া ক্রিকেটে ক্যালেন্ডার করে তা মেনে খেলতে হবে।
১০, খেলোয়াড়দের বকেয়া বেতন পরিশোধ করতে হবে সময় মতো।
১১, দুটির বেশি ফ্র্যাঞ্চাইজিতে খেলতে দিতে হবে।
১২, ক্রিকেটের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও ক্রিকেটের আয়ের একটা অংশ ক্রিকেটারদের দিতে হবে।
১৩, নারী ক্রিকেটারদের তাদের ন্যায্য হিস্যা দিতে হবে।
প্রথম গোলে ভূমিকা রেখেছেন। আর্জেন্টিনার হয়ে দ্বিতীয় গোলটি করেছেন আলেরিও নিজেই। ছবি: এএফপি২২ মিনিট যেতে না যেতেই ২ গোল হজম করে বসল আর্জেন্টিনা। অথচ প্রতিপক্ষ জার্মানি নাকি চোটে জর্জরিত! অবশ্য আর্জেন্টিনা দলটাও তরুণ। আর তারুণ্যে আস্থা রেখেছেন জার্মান কোচও।
প্রথমার্ধে অগোছালো ফুটবল খেললেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় আর্জেন্টাইনরা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জার্মানির বিপক্ষে শেষতক আলারিওর নৈপূন্যে ২-২ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। আলারিও প্রথম গোলটি করিয়ে ব্যবধান কমান। দ্বিতীয় গোলটি আসে তাঁর পা থেকেই।
বিস্তারিত আসছে