ঢাকাবুধবার , ১১ অক্টোবর ২০২৩
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আর্ন্তজাতিক
  5. ইসলাম
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. জানা অজানা
  12. টিপস
  13. ঢাকা
  14. তথ্য ও প্রযুক্তি
  15. দুর্ঘটনা
সর্বশেষ সবখবর

রাসেল গার্মেন্টসের গাড়ির ধাক্কায় প্রাণ গেলো ৬ জনের, আহত ১৫

বর্ণমেলা নিউজ
অক্টোবর ১১, ২০২৩ ৮:০৮ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের চেলেরঘাট এলাকায় ভালুকার রাসেল গার্মেন্টসের যাত্রীবাহি গাড়ির ধাক্কায় ৬ জন গার্মেন্টস শ্রমিক নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।

Advertisements

বুধবার (১১ অক্টোবর ) সকাল সাড়ে সাতটার দিকে এই ঘটনাটি ঘটে।

ত্রিশাল উপজেলার পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে সাতটার দিকে ভালুকায় অবস্থিত রাসেল গার্মেন্টস নামের একটি পোশাক কারখানার যাত্রীবাহি বাস ত্রিশাল থেকে শ্রমিকদের নিয়ে ভালুকার গন্তব্যের দিকে যাচ্ছিলো। পথে ত্রিশাল উপজেলার চেলেরঘাট এলাকায় এসে শেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাসের চাকা বিকল হয়ে যায় এবং বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে চাকা সারানোর চেষ্টা করে।

তারপর যাত্রীরা ঢাকাগামী ওই চাকা বিকল হয়ে যাওয়া বাস থেকে নেমে অন্য আরেকটি বাসকে সংকেত দিয়ে দাঁড় করায়। এসময় ভালুকা রাসেল গার্মেন্টসের ঘাতক ও ফিটনেস বিহীন বাসটির ধাক্কায় ঘটনাস্থলে তিন জনের মৃত্যু হয়।

পরবর্তীতে নিহতদের সংখ্যা বেড়ে ৬ জন হয়। নিহতরা হলেন: ত্রিশাল উপজেলার কাঁঠাল এলাকার তেঁতুলিয়া গ্রামের জেসমিন আক্তার (২৫), ত্রিশালের সাখুয়া ইউনিয়নের নওপাড়া এলাকার সিরাজুল ইসলাম (৩০), রাগামারার আহেদ আলীর ছেলে সোহেল মিয়া (৩৫) ও ময়মনসিংহ সদরের চুরখাই এলাকার লিটন মিয়া (৩২)। অন্য দুজনের পরিচয় এখনো জানা যায়নি। উক্ত দুর্ঘটনায় প্রায় ১৫ জন আহত হয়েছেন।

এ ব‍্যাপারে ত্রিশাল থানার ওসি মাঈন উদ্দিন বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে । আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisements

  বর্ণমেলা প্রিন্টার্স এন্ড ক্রেস্ট গ্যালারী আমাদের সেবা সমূহ:- ক্রেস্ট, সম্মাননা স্মারক, মগ, মেডেল, আইডি কার্ড, ভিজিটিং কার্ড, ক্যালেন্ডার, পোস্টার, পিভিসি ব্যানার, ষ্টিকার সহ সকল প্রকার ছাপার কাজ করা হয় এবং সকল প্রকার সীল তৈরি ও যে কোন অনুষ্ঠানের গেঞ্জী, টিশার্ট প্রিন্ট করা হয়। ঠিকানা: সিডষ্টোর বাজার, ভালুকা, ময়মনসিংহ, মোবাঃ ০১৭১৫২৫৩৩৮৫, E-mail: bornamela03@gmail.com