ঢাকাবুধবার , ১৮ অক্টোবর ২০২৩
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আর্ন্তজাতিক
  5. ইসলাম
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. জানা অজানা
  12. টিপস
  13. ঢাকা
  14. তথ্য ও প্রযুক্তি
  15. দুর্ঘটনা
সর্বশেষ সবখবর

মুজিব দেখতে তিনশতাধিক নেতাকর্মী নিয়ে সোনালী টকিজে সাফির

জাহাঙ্গীর আলম, ময়মনসিংহ প্রতিনিধি
অক্টোবর ১৮, ২০২৩ ১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত ‘মুজিব- একটি জাতির রূপকার’ সিনেমাটি সারাদেশে ১৫৩ প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে। সিনেমাটি দেখতে তিনশতাধিক নেতাকর্মী নিয়ে ঈশ্বরগঞ্জ সোনালী টকিজ সিনেমা হলে যান ঈশ্বরগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ। মঙ্গলবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার শো-তে দলীয় নেতাকর্মীর সাথে সাধারণ মানুষ সিনেমাটি দেখতে আসেন।

Advertisements

এসময় উপস্থিত ছিলেন, আমেরিকান প্রবাসী শ্যামল চক্রবর্তী, ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম হারুনুর রশিদ, দপ্তর সম্পাদক আবুল কালাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক একে এম সাইফুল ইসলাম, রাজিবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান একেএম মোতাব্বিরুল ইসলাম, ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ জিএস মোখলেসুর রহমান মানিক, এজিএস আবু বাহারুল আলম মজনু, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক শিক্ষা ও পাঠাগার বিষয় সম্পাদক আলামিন প্রমুখ।

সিনেমাটি দেখে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ বলেন, স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপট একদিনে সূচিত হয়নি। ছবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সংগ্রামী জীবন ও নানা আন্দোলন-সংগ্রামের চিত্র স্পষ্টভাবে উঠে এসেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ছিল একটি সংগ্রামী জীবন। বাংলাদেশের স্বাধীনতার জন্য নিজের জীবন বাজি রেখে সংগ্রাম চালিয়ে গেছেন। যারা বলেন, কোনও এক নেতার ঘোষণায় বাংলাদেশের স্বাধীনতা এসেছে তাদের এই সিনেমাটি দেখা উচিত। তাহলে তাদের ভুল ভেঙে যাবে। বঙ্গবন্ধু আমাদের এনে দিয়েছেন লাল সবুজ পতাকার একটি স্বাধীন দেশ। বঙ্গবন্ধুর জীবন নতুন প্রজন্মকে অসত্য, অর্ধসত্যকে প্রত্যাখ্যান করতে ও বঞ্চনা-অনাচার এবং অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে উদ্দীপনা যোগায়। তাই স্বাধীনতা যুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে তরুণ প্রজন্মকে এ সিনেমাটি দেখার আহ্বান জানান তিনি।


বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি অভিনেতা আরিফিন শুভ। ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ।

অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক জনপ্রিয় শিল্পী।

Advertisements

  বর্ণমেলা প্রিন্টার্স এন্ড ক্রেস্ট গ্যালারী আমাদের সেবা সমূহ:- ক্রেস্ট, সম্মাননা স্মারক, মগ, মেডেল, আইডি কার্ড, ভিজিটিং কার্ড, ক্যালেন্ডার, পোস্টার, পিভিসি ব্যানার, ষ্টিকার সহ সকল প্রকার ছাপার কাজ করা হয় এবং সকল প্রকার সীল তৈরি ও যে কোন অনুষ্ঠানের গেঞ্জী, টিশার্ট প্রিন্ট করা হয়। ঠিকানা: সিডষ্টোর বাজার, ভালুকা, ময়মনসিংহ, মোবাঃ ০১৭১৫২৫৩৩৮৫, E-mail: bornamela03@gmail.com