ঢাকাবৃহস্পতিবার , ৫ অক্টোবর ২০২৩
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আর্ন্তজাতিক
  5. ইসলাম
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. জানা অজানা
  12. টিপস
  13. ঢাকা
  14. তথ্য ও প্রযুক্তি
  15. দুর্ঘটনা
সর্বশেষ সবখবর

ময়মনসিংহে পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে ২৩ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

জাহাঙ্গীর আলম, ময়মনসিংহ প্রতিনিধি
অক্টোবর ৫, ২০২৩ ১১:১৯ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের সদর উপজেলায় পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে অন্তত ২৩ লাখ টাকার কই, শিং ও মাগুর মাছ নিধনের ঘটনা ঘটেছে। বুধবার (৪ আগস্ট) দিবাগত রাতে উপজেলার চর ঈশ্বরদিয়া ইউয়নিয়নের লক্ষীপুর গ্রামে এই ঘটনা ঘটনা। ভোক্তভোগী মিন্টু সরকার ওকই গ্রামের আব্দুল জব্বার সরকারের ছেলে। তিনি ফিসারিজ ও মাছের খাদ্যের ব্যবসায়ী।

 

Advertisements

মিন্টু সরকার বলেন, এই পুকুরের আশপাশে আমার আরও বেশ কয়েকটি পুকুর রয়েছে। প্রতিদিন রাতে আমি নিজে ও সাথে একজনকে নিয়ে পুকুরগুলো দেখাশোনা করি। ঘটনার দিন রাতে পাশের গ্রাম আলালপুর গিয়েছিলাম। সেখান থেকে মধ্যরাতে ফিরে দেখতে পারি পুকুরে মাছ লাফালাফি করছে। তখনই বুজতে পারি, পুকুরে কিছু একটা হয়েছে। তখন পুকুরের আশপাশে ঘুরে গ্যাস ট্যাবলেটের খোলস দেখতে পারি। এসময় তাড়াতাড়ি করে জেলেদের খবর দিয়ে দিয়ে এনে ৩০ মন মাছ ধরে বাজারে পাঠাই। এসব করতে করতেই সকাল হয়ে যায় এবং সব মাছ মরে যায়।

তিনি আরও বলেন, এই মাছগুলোকে আট মাসে ১৬ লক্ষ টাকার টাকা খাবার খাওয়ানো হয়েছে। প্রতিটি ১০ থেকে ১২ টি কই মাছের ওজন এক কেজি। পুকুরে প্রায় ৩৫০ মন মাছ ছিল। এসব মাছের বিক্রয় মুল্য অন্তত ২২ থেকে ২৩ লাখ টাকা হবে। কে বা কারা আমার এমন ক্ষতি করেছে, তা তো নিজের চোখে দেখিনি। তবে, কারোর সাথে যদি আমার শত্রতা থেকেই থাকতো তাহলে আমাকে পিছন থেকে মেরে চলে যেত। মাছের সাথে তো কোন শত্রতা ছিল না। তাহলে কেন আমার ২৩ লাখ টাকার মাছ মেরে আমাকে পথে বসিয়ে দিল। কোতোয়ালী মডেল থানার থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ মেরে ফেলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Advertisements

  বর্ণমেলা প্রিন্টার্স এন্ড ক্রেস্ট গ্যালারী আমাদের সেবা সমূহ:- ক্রেস্ট, সম্মাননা স্মারক, মগ, মেডেল, আইডি কার্ড, ভিজিটিং কার্ড, ক্যালেন্ডার, পোস্টার, পিভিসি ব্যানার, ষ্টিকার সহ সকল প্রকার ছাপার কাজ করা হয় এবং সকল প্রকার সীল তৈরি ও যে কোন অনুষ্ঠানের গেঞ্জী, টিশার্ট প্রিন্ট করা হয়। ঠিকানা: সিডষ্টোর বাজার, ভালুকা, ময়মনসিংহ, মোবাঃ ০১৭১৫২৫৩৩৮৫, E-mail: bornamela03@gmail.com