ময়মনসিংহের ভালুকায় বাড়ির পাশে একটি পুকুরের পানিতে ডুবে ইকরামুল আরাফ নামের দুই বছরের এক শিশু নিহত হয়েছে।
Advertisements
সোমবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের ধামশুর পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটেছে।
নিহত শিশুর মা মাবিয়া আক্তার রুপা জানায়, সকালে নাস্তা তৈরির সময় হঠাৎ ইকরামুল আরাফ নিখোঁজ হয়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ীর পাশের পুকুরে শিশুটির পা ভাসতে দেখেন তিনি। তার ডাক-চিৎকারে এলাকাবাসী এসে পুকুর থেকে নিহত অবস্থায় ইকরামুল আরাফের লাশ উদ্ধার করে।
নিহত শিশু ধামশুর পশ্চিমপাড়া এলাকার একলাছ উদ্দীনের ছেলে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভালুকা মডেল থানার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
Advertisements
বর্ণমেলা প্রিন্টার্স এন্ড ক্রেস্ট গ্যালারী
আমাদের সেবা সমূহ:- ক্রেস্ট, সম্মাননা স্মারক, মগ, মেডেল, আইডি কার্ড, ভিজিটিং কার্ড, ক্যালেন্ডার, পোস্টার, পিভিসি ব্যানার, ষ্টিকার সহ সকল প্রকার ছাপার কাজ করা হয় এবং সকল প্রকার সীল তৈরি ও যে কোন অনুষ্ঠানের গেঞ্জী, টিশার্ট প্রিন্ট করা হয়।
ঠিকানা: সিডষ্টোর বাজার, ভালুকা, ময়মনসিংহ, মোবাঃ ০১৭১৫২৫৩৩৮৫,
E-mail: bornamela03@gmail.com
