ময়মনসিংহের ভালুকায় এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে সোমবার দুপুরে উপজেলার বাটাজোর গ্রামে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
এলাকাবাসী জানায়, উপজেলার কাচিনা ইউনিয়নের বাটাজোর গ্রামের আব্দুর রশিদের মেয়ে বাটাজোর বি এম উচ্চ বিদ্যালয়ের (ভোকেশনাল) নবম শ্রেণির ছাত্রী রাকিয়া সুলতানা রিয়া (১৫) দুপুর সোয়া ১২টার দিকে বাড়ি থেকে পরীক্ষা দেওয়ার জন্য স্কুলে যাওয়ার পথে রাস্তায় অজ্ঞাতনামা ব্যক্তি এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে ধানক্ষেতে ফেলে যায়। রিয়ার মা খোঁজ পেয়ে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রিয়াকে মৃত ঘোষণা করেন।
নিহত রিয়ার মা মাজেদা বেগম জানান, ১ বছর পূর্বে টাঙ্গাঈল জেলার সখিপুর উপজেলার বগার বাঈদ বড় মৌছা গ্রামের মানিক মিয়ার ছেলে সৌদিপ্রবাসী রিপন মিয়ার সাথে আমার মেয়ের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর রিয়ার স্বামী আবার সৌদি চলে যান। স্বামী-শাশুড়ি আমার মেয়েকে সব সময় নির্যাতন করত। আমি আমার মেয়েকে আর স্বামীর বাড়ি দেব না জানিয়ে দিয়েছি। এতে ক্ষিপ্ত হয়ে আমার মেয়ের স্বামীর বাড়ির লোকজন তাকে হত্যা করেছে।
ইউপি চেয়ারম্যান মুশফিকুর রহমান লিটন স্কুলছাত্রী হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
খবর পেয়ে নিহতের বাড়ীতে যান উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরশাদুল আহমেদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ড. সেলিনা রশিদ, হালিমুন্নেছা চৌধুরানী মেমোরিয়েল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা নিনা ।
