ময়মনসিহের ভালুকা উপজেলার ১০ নং হবিরবাড়ী ইউনিয়নের খিলবাড়ী পুকুরপাড় জামে মসজিদের ইউনিয়ন পরিষদের ১% প্রকল্প থেকে বরাদ্দকৃত দুই লক্ষ টাকা আত্মসাদের অভিযোগ উঠেছে হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের ৭.৮.৯ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোছা, রেহেনা আক্তার রিতার বিরুদ্ধে।
মসজিদ কমিটি ও এলাকাবাসী সূত্রে জানা যায় গত ২৫-০৫-২৩ তারিখে ন্যাশনাল ব্যাংক ভালুকা শাখার ২৮৪৪৩০৬ নং চেকের মাধ্যমে দুই লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয় যা ওই মহিলা সদস্য ব্যাংক থেকে টাকা উত্তোলন করলে ও আজও পর্যন্ত মসজিদ কমিটিকে টাকা বুজিয়ে দেওয়া হয়নি। মসজিদ কমিটির সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন বলেন গত পাচমাস আগে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মসজিদের উন্নয়নের জন্য মহিলা ইউপি সদস্য মোছা, রেহেনা আক্তার রিতার কাছে চেকের মাধ্যমে দুই লক্ষ টাকা দেন। আমরা মসজিদ কমিটির পক্ষ থেকে বারবার ওই মহিলা সদস্যের সাথে যোগাযোগ করলে তিনি তারিখের পর তারিখ দিয়ে সময় ক্ষেপণ করছেন।
এ ব্যপারে মহিলা ইউপি সদস্য মোছা, রেহেনা আক্তার রিতা মসজিদের টাকা আত্মসাতের কথা অস্বীকার করে বলেন হবিরবাড়ী ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ সাহেবের কাছথেকে ধার হিসেবে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা নিয়েছি যা রাস্তা উন্নয়নের কাজে লাগিয়েছি, চেয়ারম্যান দেশের বাহিরে আছে, উনি আসলেই তাকে টাকাটা ফেরৎ দিয়ে দিবো। হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ দেশের বাহিরে থাকার কারনে তার বক্তব্য দেওয়া সম্ভব হয়নি।
Advertisements
বর্ণমেলা প্রিন্টার্স এন্ড ক্রেস্ট গ্যালারী
আমাদের সেবা সমূহ:- ক্রেস্ট, সম্মাননা স্মারক, মগ, মেডেল, আইডি কার্ড, ভিজিটিং কার্ড, ক্যালেন্ডার, পোস্টার, পিভিসি ব্যানার, ষ্টিকার সহ সকল প্রকার ছাপার কাজ করা হয় এবং সকল প্রকার সীল তৈরি ও যে কোন অনুষ্ঠানের গেঞ্জী, টিশার্ট প্রিন্ট করা হয়।
ঠিকানা: সিডষ্টোর বাজার, ভালুকা, ময়মনসিংহ, মোবাঃ ০১৭১৫২৫৩৩৮৫,
E-mail: bornamela03@gmail.com
