মোঃ মমিনুল ইসলাম, ভালুকা প্রতিনিধিঃ প্রচণ্ড দাবদাহে বিপর্যস্ত জনজীবন। বৃষ্টি না হওয়ায় নষ্ট হচ্ছে ফসল। নেমে গেছে পানির স্তর। দেখা দিয়েছে পানির তীব্র সংকট। এ অবস্থায় বৃষ্টির জন্য ময়মনসিংহের ভালুকায় বিশেষ নামাজ ও মোনাজাত করেছেন মুসল্লিরা।

মঙ্গলবার (১৮ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের হবিরবাড়ী বাহারুল উলুম আলিম মাদরাসা মাঠে নামাজ ইস্তিসকার সালাত (বৃষ্টির জন্য বিশেষ নামাজ) অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতী করেন বিশেষ নামাজ শেষে বৃষ্টির জন্য মোনাজাত পরিচালনা করছেন সিডষ্টোর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ এর ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতী ইয়াহ ইয়া মাহমুদ ।
সর্বস্তরের মুসলমান এ নামাজে অংশগ্রহণ করেন।
নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির বিশেষ মোনাজাত করা হয়।
Advertisements
বর্ণমেলা প্রিন্টার্স এন্ড ক্রেস্ট গ্যালারী
আমাদের সেবা সমূহ:- ক্রেস্ট, সম্মাননা স্মারক, মগ, মেডেল, আইডি কার্ড, ভিজিটিং কার্ড, ক্যালেন্ডার, পোস্টার, পিভিসি ব্যানার, ষ্টিকার সহ সকল প্রকার ছাপার কাজ করা হয় এবং সকল প্রকার সীল তৈরি ও যে কোন অনুষ্ঠানের গেঞ্জী, টিশার্ট প্রিন্ট করা হয়।
ঠিকানা: সিডষ্টোর বাজার, ভালুকা, ময়মনসিংহ, মোবাঃ ০১৭১৫২৫৩৩৮৫,
E-mail: bornamela03@gmail.com
