এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, কিশোর গ্যাং, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে। এ সময় আরও উপস্থিত ছিলেন সিংগাইর থানার পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালো, এসআই রাকিবুল ইসলাম।
মতবিনিময়সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সিংগাইর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মাসুম বাদশাহ (দৈনক ভোরের কাগজ), মো. সিরাজুল ইসলাম (দৈনিক আমাদের অর্থনীতি), মো. সোহরাব হোসেন (দৈনিক নয়াদিগন্ত), মো. সাইফুল ইসলাম তানভীর (দৈনিক দেশ রূপান্তর), মো. আতাউর রহমান (দৈনিক মানবজমিন), মো. রাকিবুল হাসান বিশ্বাস (দৈনিক প্রতিদিনের সংবাদ) মোহাম্মদ আলী রিপন (দৈনিক সমকাল), মোস্তাক আহম্মেদ (দৈনিক মানবকণ্ঠ), আল মামুন (দৈনিক আজকালের খবর) , মো. মোবারক হোসেন (দৈনিক কালের কণ্ঠ), রিয়াজুল ইসলাম (বাংলা টিভি), আবুল কালাম (৭১ বাংলা টিভি), ইমরান হোসেন (এশিয়ান টিভি), সুজন মাহমুদ (দৈনিক আজকের পত্রিকা), মিলন মাহমুদ (দৈনিক অধিকার), মশিউর রহমান শামীম (দৈনিক আমাদের সময়), হাবীবুর রহমান রাজীব (দৈনিক আমার সংবাদ), মাহমুদুল হাসান (দৈনিক বাংলাদেশ সমাচার), এফ এম মো. ফজলুল হক (পৃথিবী প্রতিদিন), মো. আতিকুল ইসলাম (প্রতিদিনের বাংলাদেশ), সানোয়ার হোসেন (স্বদেশ বিচিত্রা) প্রমুখ।
