ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পর ভালুকা থেকে প্রার্থীতা প্রত্যাহার করার ঘোষণা দিলেন স্থানীয় সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনুর ছোট ভাই জসীম উদ্দিন আহমেদ। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকালে জসীম উদ্দিন আহমেদ তার ব্যক্তিগত ফেসবুক আইডি ( Jashim Uddin ) থেকে একটি স্ট্যাটাসে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি স্টাটাসে লেখেন ‘প্রীয় ভালুকা বাসি আসসালামু আলাইকুম, আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমি জসীম উদ্দিন আহমেদ । আলহাজ কাজিম উদ্দিন আহমেদ ধনু এম, পি মহোদয়ের ছোট ভাই আসন্ন জেলা পরিষদ নির্বাচন ময়মনসিংহ। ভালুকা থেকে সাধারণ সদস্য পদে প্রার্থী ছিলাম। কিন্তু আমার শারীরিক অসুস্থতা এবং পারিবারিক সিদ্ধান্ত ক্রমে আমার প্রার্থীতা প্রত্যাহার করলাম।ভোটার ভাই বোন বন্ধু দের কাছে আমি আমার সিদ্ধান্তের জন্য ক্ষমা চাই। আমি আপনাদেরকে অনেক ভালোবাসি। আপনাদের ভালোবাসা নিয়েই সারাটা জীবন বাঁচতে চাই। ইতি, জসীম উদ্দিন আহমেদ।’ এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান আমি আমার শারীরিক অসুস্থতা এবং পারিবারিক সিদ্ধান্ত ক্রমেই জেলা পরিষদ নিবার্চন থেকে সরে দাঁড়িয়েছি। উল্লেখ্য আসন্ন জেলা পরিষদ নির্বাচনে ময়মনসিংহের ভালুকা থেকে সাধারণ সদস্য পদে সাবেক সদস্য মোঃ মোস্তফা কামালসহ ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। জসীম উদ্দিন আহমেদ প্রার্থীতা প্রত্যাহার করার ঘোষণা করায় ৩জনের মধ্যে আগামী ১৭ অক্টোবর নির্বাচনী লড়াই হবে।
