প্রকৌশলীদের আন্দোলনে প্রকল্প তদারকিতে ডিসিদের ক্ষমতা স্থগিত
এম এইচ ইলিয়াছঃ
জেলা পর্যায়ে প্রকল্প তদারকিতে জেলা প্রশাসকের কার্যলয়কে দেওয়া নির্দেশ স্থগিত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই সঙ্গে জেলা প্রশাসকদের সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসকে সদস্য সচিব করে নতুন একটি কমিটি গঠনের প্রক্রিয়াও চলছে। প্রকৌশলীদের সঙ্গে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর বৈঠকের পর এ সিদ্ধান্ত হয়েছে।
তবে নতুন করে ডিসিদের নেতৃত্বে কমিটি গঠনের প্রক্রিয়া নিয়ে আপত্তি রয়েছে প্রকৌশলীদের। ডিসিদের প্রকল্পের তদারকির দায়িত্ব দিয়ে জারি করা প্রজ্ঞাপন বাতিল না করলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়ে আসছিলেন প্রকৌশলীরা। এ কারণে সরকারের পক্ষ থেকে এ সিদ্ধান্ত এলো।
এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, প্রকল্প তদারকির উদ্যোগটি খুবই ইতিবাচক একটি কাজ। রাষ্ট্রের স্বার্থে সবাইকে একটি টিম হিসাবে কাজ করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছি। আশা করছি এ বিষয়ে সুন্দর একটি সমাধান আসবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উল্লিখিত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার আইইবি (ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ) প্রকৌশলীরা বৈঠকে বসেছিলেন। তাদের বৈঠকের সিদ্ধান্ত আজ-কালের মধ্যে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানা গেছে।
