পবিত্র ঈদুল ফিতর ২০২২ উপলক্ষে গরীব অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন ত্রিশাল উপজেলা আওয়ামী যুবলীগ।
শনিবার বিকেলে ত্রিশাল সরকারি নজরুল একাডেমী মাঠে ত্রিশালের বিভিন্ন এলাকা থেকে আসা পাঁচ শতাধিক গরীব অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণী ও আলোচনা সভা করা হয়।
উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম সরদারের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগ নেতা শামীম পারভেজ। সঞ্চালনায় ছিলেন, উপজেলা যুবলীগ নেতা নজরুল কবীর দিপক।
উল্লেখ্য- প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি ফজলে শাম্স পরশ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের আহবানে ত্রিশাল উপজেলা যুবলীগ জনপ্রিয় নেতা শামীম পারভেজ তার নিজ অর্থায়নে অসহায় মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণের আয়োজন করেন। পরে আনুষ্ঠানিকভাবে শৃঙ্খলাভাবে এই সামগ্রী বিতরণ করা হয়।
