ময়মনসিংহের ভালুকায় দরিদ্র ও হত দরিদ্র ছিন্নমুল মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে উপজেলার হবিরবাড়ী উলামা কল্যাণ পরিষদ।
সোমবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন সোনার বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় ১৮০জন সুবিধা বঞ্চিত ব্যাক্তিকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাফেজ মাওঃ ইলিয়াছ আহমেদ, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভালুকা উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি আলহাজ্ব আনিসুর রহমান খান রিপন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভালুকা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব এ বি এম সিদ্দিক মাস্টার, সংগঠনের সাধারণ সম্পাদক হাফেজ মাওঃ নুরুজ্জামান, মাওঃ নিছার উদ্দিন জামিল, হাফেজ মাওঃ মাসুম বিল্লাহ আরো উপস্থিত ছিলেন হবিরাড়ী উলামা কল্যাণ পরিষদের সদস্যসহ ইউনিয়নের উলামা মাশায়েখ বৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন হাফেজ মাওঃ মনজুর মাহমুদ।
সংগঠনের নিজস্ব অর্থায়নে মঙ্গলবার ১শত ৮০জন নিম্ন আয়ের ও সুবিধাবঞ্চিত নারী পুরুষের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে এক কেজি আতব চাউল, তিন কেজি আলু, তিন কেজি পেঁয়াজ, দুই প্যাকেট সেমাই, আধা কেজি চিনি ও একটি গোসলের সাবানসহ যাতায়াতের জন্য নগদ ৫০ টাকা করে প্রদান করা হয়।
