ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ দিয়ে পুরুস্কার পেলেন ত্রিশাল সরকারি নজরুল একাডেমীর ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ রিফাত মন্ডল। ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে উপজেলা প্রশাসনের অনুষ্ঠানে রিফাত মন্ডলের হাতে সম্মাননা পুরুস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তারুজ্জামান।
রিফাত মন্ডল এর বাবা মোহাম্মদ কবির মন্ডল এর সাথে কথা বললে তিনি এ প্রতিবেদককে বলেন, টিভিতে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণটি দেখার পর তা মুখস্থ করার আগ্রহ জাগে আমার ছেলে রিফাতের। অল্প অল্প করে সে পুরো ভাষণটি মুখস্থ করে। ভাষণ মুখস্থ করার পর স্থানীয় বিভিন্ন অনুষ্ঠানে তা পরিবেশন করে রিফাত বেশ প্রশংসা অর্জন করে। শুধু প্রশংসাই নয়, বিভিন্ন অনুষ্ঠান ও প্রতিযোগিতায় সে এই ভাষণ পরিবেশন করে সকলের মন জয় করে।
রিফাত মন্ডল এর সাথে কথা সঙ্গে কথা হলে সে জানায়, আমি যখন খুবই ছোট। টিভিতে একদিন বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণটি শোনার পর তা মুখস্থ করার ইচ্ছে জাগে। তারপর তা আমার বাবাকে বললে বাবা আমাকে একটু একটু করে ভাষণটি মুখস্থ করার তাগীদ দেয়। ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণটি এখন আমি যেকোনো সময় মুখস্থ বলতে পারি এবং এ ভাষণটি পরিবেশন করে আমি বহু প্রশংসা ও পুরস্কার অর্জন করেছি আলহামদুলিল্লাহ।
