সাংবাদিকদের সাথে খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডারের মতবিনিময় সভা
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে খাগড়াছড়ি সেনা রিজিয়নের নবাগত কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৭ অক্টোবর) সকাল ১১ টায় খাগড়াছড়ি সেনা রিজিয়নের হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় তিনি পার্বত্য চট্টগ্রামের অবৈধ অস্ত্রধারী, চাঁদাবাজ ও সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান।
এসময় তিনি বলেন, চাঁদাবাজদের সামাজিক ভাবে প্রতিহত করতে হবে। ঠিকাদার, ব্যবসায়ী ও অন্যান্য পেশাজীবীরা যদি তাদের চাঁদা না দিয়ে সামাজিক ভাবে প্রতিরোধ গড়ে তুলে তাহলে চাঁদাবাজরা কোণঠাসা হয়ে পড়বে। বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা প্রদানের পাশাপাশি শিক্ষা, শান্তি ও উন্নয়নে কাজ করছে। সাংবাদিকদের এসব ইতিবাচক দিক তুলে ধরে এলাকার প্রেক্ষাপট দেশবাসীকে জানাতে হবে। পার্বত্য অঞ্চলের চিত্র সমতলের চেয়ে ভিন্ন। এসময় সঠিক লেখনির মাধ্যমে পার্বত্যঞ্চলের বাস্তব চিত্র দেশবাসীর সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি।
এসময় খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার (জিটুআই) মেজর রফিকুল ইসলাম, দৈনিক অরন্য বার্তার সম্পাদক চৌধুরী আতাউর রহমান রানা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাবেক সভাপতি তরুন ভট্রাচার্য, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ নুরুল আজম, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কানন আচার্যসহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
