বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন (দুদক) এর দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ ২০২২ উপলক্ষে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ মার্চ) সকালে ত্রিশাল সরকারি নজরুল একাডেমী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তারুজ্জামানের সভাপতিত্বে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক
মোহাম্মদ মেছবাহুদ্দোজার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, দুর্নীতি দমন কমিশন ময়মনসিংহ বিভাগীয় পরিচালক মোহাম্মদ মোরশেদ আলম।
বিশেষ অতিথি ছিলেন, ত্রিশাল সরকারি নজরুল একাডেমীর প্রধান শিক্ষক মোঃ মেজবাহ উদ্দিন। স্বাগত বক্তা ছিলেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমান সবুজ।
উপস্থিত ছিলেন ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি খোরশেদ আলম মজিব, ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফকরুদ্দীন আহমেদসহ স্কুলের শিক্ষক মন্ডলী ও ছাত্র-ছাত্রীবৃন্দ। আলোচনাসভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যের শুরুতেই সকল শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান।
