ময়মনসিংহের ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে ত্রিশাল উপজেলা প্রশাসন ও ত্রিশাল পৌরসভা।
বৃহস্পতিবার ভোরে ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান আনিছের নেতৃত্বে পৌরসভা চত্ত্বর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে পৌরসভার আয়োজনে একটি র্যালি বের করে র্যালিটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালি শেষে পৌরসভার হলরুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অথিতি ছিলেন পৌর মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ, পৌরসভার (ভারপ্রাপ্ত) সচিব মনিরুজ্জামানের পরিচালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর, আওয়ামীলীগ নেতৃবৃন্দ, উপজেলা কৃষকলীগ, জাতীয় শ্রমিকলীগ, ছাত্রলীগ, শ্রমিক ইউনিয়ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
বঙ্গবন্ধুর জন্ম দিবসটি পালন উপলক্ষ্যে ত্রিশাল উপজেলা প্রশাসন ভোরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে সকালে উপজেলা পরিষদ হলরুমে আলোচনার আয়োজন করে। সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, উপজেলা নির্বাহী অফিসার আক্তরুজ্জামান, উপজেলা পরিষদের সাবেক (ভারপ্রাপ্ত)চেয়ারম্যান শোভা মিয়া আকন্দ, ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ, সহকারি কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ নজরুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হারুন অর রশিদ, উপজেলা প্রকৌশলী মনিরুজ্জামান ত্রিশাল থানার ওসি মাঈন উদ্দিন প্রমুখ।
অপর দিকে ত্রিশাল থানার ওসি মাঈন উদ্দিনসহ থানার অন্যান্য সদস্যরা উপজেলা পরিষদ চত্বরে বঙ্গুবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন
