ইরাকের কুর্দি অঞ্চলে ১২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
Advertisements
আন্তজাতিক ডেস্কঃ
ইরাকের উত্তরাঞ্চলে কুর্দিদের রাজধানী ইরবিলে নিক্ষেপ করা হয়েছে ১২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। হামলায় কোনও হতহতের ঘটনা ঘটেনি। এখন পর্যন্ত কোনও গোষ্ঠী দায় স্বীকারে করেনি। রবিবার এ হামলার ঘটনা ঘটে। সূত্র-আল জাজিরা।
আধা স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের সন্ত্রাসবিরোধী বাহিনীর বরাতে ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ইরাকের বাইরে থেকে ১২টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে।
ইরবিলের আন্তর্জাতিক বিমানবন্দর কমপ্লেক্সে থাকা মার্কিন বাহিনী অতীতে রকেট এবং ড্রোন হামলার শিকার হয়েছে। এসব ঘটনায় ইরান সমর্থিত সমস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করে যুক্তরাষ্ট্র। তবে গত কয়েক মাস ধরে হামলার ঘটনা অনেকটাই কমে এসেছে। এর আগে ২০২০ সালে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে মিসাইল ছোড়া হয়।
Advertisements
বর্ণমেলা প্রিন্টার্স এন্ড ক্রেস্ট গ্যালারী
আমাদের সেবা সমূহ:- ক্রেস্ট, সম্মাননা স্মারক, মগ, মেডেল, আইডি কার্ড, ভিজিটিং কার্ড, ক্যালেন্ডার, পোস্টার, পিভিসি ব্যানার, ষ্টিকার সহ সকল প্রকার ছাপার কাজ করা হয় এবং সকল প্রকার সীল তৈরি ও যে কোন অনুষ্ঠানের গেঞ্জী, টিশার্ট প্রিন্ট করা হয়।
ঠিকানা: সিডষ্টোর বাজার, ভালুকা, ময়মনসিংহ, মোবাঃ ০১৭১৫২৫৩৩৮৫,
E-mail: bornamela03@gmail.com
