অবশেষে ঢাকায় সানি লিওন
Advertisements
স্টাফ রিপোর্টারঃ
অবশেষে ঢাকায় পৌঁছেছেন সানি লিওন। নিজের ভ্যারিফাইড ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এ খবর নিশ্চিত করেছেন তিনি নিজেই। এর আগে ২ মার্চ সোলজার চলচ্চিত্রে অংশ নিতে ভারতীয় ১০ অভিনয় শিল্পী ও কলাকুশলী এবং একজন আমেরিকান অভিনেত্রীকে শর্ত সাপেক্ষে বাংলাদেশে আগমনের অনুমতি ও ওয়ার্ক পারমিট দেওয়া হয়।
সানি লিওন তার পরিচয় গোপন করে নিজেকে মার্কিন নাগরিক দেখিয়ে অনুমতি নেন। বিষয়টি জানার পর তাকে বাংলাদেশে আসার অনুমতি বাতিল করা হয়। অনুমতি বাতিলের পরও শনিবার ৫টা ৪ মিনিটে নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে ঢাকায় পৌঁছানোর ঘোষণা দেন সানি লিওন। সঙ্গে দুটি ছবিও শেয়ার করেন।
এর আগে ২০১৫ সালে একটি ইভেন্টে অংশ নিতে সে বাংলাদেশে আসার কথা ছিল। কিন্তু সে সময় বাংলাদেশের ধর্মীয় সংগঠনগুলো প্রবল আপত্তি করলে আয়োজক কর্তৃপক্ষ তার সফর বাতিলের ঘোষণা দেয়।
Advertisements
বর্ণমেলা প্রিন্টার্স এন্ড ক্রেস্ট গ্যালারী
আমাদের সেবা সমূহ:- ক্রেস্ট, সম্মাননা স্মারক, মগ, মেডেল, আইডি কার্ড, ভিজিটিং কার্ড, ক্যালেন্ডার, পোস্টার, পিভিসি ব্যানার, ষ্টিকার সহ সকল প্রকার ছাপার কাজ করা হয় এবং সকল প্রকার সীল তৈরি ও যে কোন অনুষ্ঠানের গেঞ্জী, টিশার্ট প্রিন্ট করা হয়।
ঠিকানা: সিডষ্টোর বাজার, ভালুকা, ময়মনসিংহ, মোবাঃ ০১৭১৫২৫৩৩৮৫,
E-mail: bornamela03@gmail.com
