গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ও ৭৪ বছরের পদাপর্ণে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের উদ্যোগে বিশাল সমাবেশ ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
০৬ জানুয়ারি বৃহস্পতিবার বিকালে ময়মনসিংহ নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর মেয়র মোঃ ইকরামুল হক টিটু। প্রধান অতিথি বক্তব্য তিনি বলেন, বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠার পর থেকেই থেকে দেশের ক্রান্তিকালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে ।
আগামী প্রজন্মকে একটি উন্নত বাংলাদেশ উপহার দেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মহানগর ছাত্রলীগকে কাজ করার আহবান জানান তিনি। ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও পরিশ্রমী ছাত্রনেতা নওশেল আহম্মেদ অনি এর সভাপতিত্বে ও মহানগর ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক তাফসির আলম রাহাত এর সঞ্চালনায় বিশাল সমাবেশ অনুষ্ঠানের উদ্বোধন করেন ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগ এর সভাপতি আলহাজ্ব এহতেশামুল আলম।
সমাবেশ উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী মুঞ্জর মোরশেদ রাজু, ধর্ম বিষয়ক সম্পাদক নিজাম মোর্শেদ,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক লিটন পাল, উপ- দপ্তর সম্পাদক মোঃ হেলাল উদ্দিন হিমু, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ শরীফুল ইসলাম শরিফ, মহানগর আওয়ামীলীগ এর সদস্য মোঃ মোস্তফা মামনুর রায়হান অসীম, মহানগর আওয়ামী লীগ এর তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বুলবুল আহমেদ, মহানগর আওয়ামী লীগ এর উপ প্রচার সম্পাদক মোঃ রফিকুল ইসলাম লিটন, মহানগর আওয়ামী লীগ এর সদস্য শরাফ উদ্দিন বায়োজিদ ও ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীগণ। এছাড়াও শোভাযাত্রা ও আলোচনা সভায় ছাত্রলীগের বিভিন্ন ওয়ার্ডের হাজার হাজার কর্মীরা অংশগ্রহণ করে।
আলোচনা শেষে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ বছরের পদাপর্ণে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রাটি রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে থেকে শুরু করে নগরী বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে টাউন হলে গিয়ে শেষ হয়।
