ঢাকায় আরও ৪ জনের মৃত্যু
স্টাফ রিপোর্টারঃ
দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো চার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত ভাইরাসটিতে সংক্রমিত হয়ে ২৮হাজার ৭৬ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৩শ ৭০ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিল ৫শ ১২ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৫ হাজার ৯শ ৯ জনে।
গত বছরের ২৮ জুলাই দেশে একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২শ ৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। একই সময়ে দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন ২শ ৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৯ হাজার ৩শ ৪ জন।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানাযায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ১৫ হাজার ৭৪টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ২শ ১৪টি। এ পর্যন্ত মোট ১ কোটি ১৫ লাখ ৬ হাজার ৭শ ২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ৪৩ শতাংশ।
নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৬৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।
