সাজেক ভেলিতে আগুনে ৩টি রিসোর্টসহ বসত ঘর পুড়েছে
Advertisements
স্টাফ রিপোর্টারঃ
রাঙামাটি জেলার সাজেকে বৃহস্পতিবার ভোরে ভয়াবহ আগুনে ৩টি রিসোর্টসহ কয়েকটি বসত ঘর পুড়েছে।
পুলিশ জানিয়েছে, সাজেকের সবচেয়ে পুরোনো অবকাশ রিসোর্ট, মেঘছুট রিসোর্ট, মারুয়াটি রেস্টুরেন্ট, সাজেক ইকো ভ্যালি রিসোর্টসহ কয়েকটি স্থাপনা পুড়ে গেছে।
পানী সংকট ও অগ্নি নির্ভাপন সরঞ্জামের অভাবে পর্যটন নগরীর রিসোর্ট ও স্থাপনা গুলো আগুন থেকে রক্ষা করা সম্ভব হয়নি।
স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের দীর্ঘ সময়ের প্রচেষ্টায় আগুন নিভানো সম্ভব হয়েছে। পর্যটক ও স্থানীদের মধ্যে কেউ শারীরিকভাবে ক্ষতিগ্রস্থ হয়নি। রিপোর্টটি লেখা পর্যন্ত বিস্তারিত জানা সম্ভব হয়নি।
Advertisements
বর্ণমেলা প্রিন্টার্স এন্ড ক্রেস্ট গ্যালারী
আমাদের সেবা সমূহ:- ক্রেস্ট, সম্মাননা স্মারক, মগ, মেডেল, আইডি কার্ড, ভিজিটিং কার্ড, ক্যালেন্ডার, পোস্টার, পিভিসি ব্যানার, ষ্টিকার সহ সকল প্রকার ছাপার কাজ করা হয় এবং সকল প্রকার সীল তৈরি ও যে কোন অনুষ্ঠানের গেঞ্জী, টিশার্ট প্রিন্ট করা হয়।
ঠিকানা: সিডষ্টোর বাজার, ভালুকা, ময়মনসিংহ, মোবাঃ ০১৭১৫২৫৩৩৮৫,
E-mail: bornamela03@gmail.com
