রূপপুর প্রকল্পে গাড়ির ধাক্কায় বিদেশি প্রকৌশলীর মৃত্যু
স্টাফ রিপোর্টারঃ
পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পে কর্মরত বিদেশি প্রকৌশলী বারজাহান (৩৫) পণ্যবহরী একটি গাড়ির ধাক্কায় নিহত হয়েছে। সে রুশ ঠিকাদারি প্রতিষ্ঠানে কাজ করতেন এবং তাজিকিস্তানের নাগরিক। আজ শুক্রবার (৩ ডিসেম্বর) দুপুরে রূপপুর প্রকল্পের ভেতরে এ ঘটনা ঘটে।
রূপপুর প্রকল্পর সূত্রে জানাযায়, দুপুর বেলা এই প্রকৌশলী প্রকল্পের ভেতরে কাজ করছিলেন। এ অবস্থায় পেছন থেকে আসা একটি পণ্যবাহী গাড়ির ধাক্কায় তিনি ঘটনাস্থলেই মারা যায়। সহকর্মীরা ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকও তাকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী থানার ওসি হাদিউল ইসলাম লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করে বলেন, ময়নাতদন্ত শেষে নিহত ওই প্রকৌশলীর মরদেহ তার দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
