রাষ্ট্রীয় মর্যাদায় মুজিব উদ্যানে হাজারীর দাফন
স্টাফ রিপোর্টারঃ
বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য জয়নাল আবেদীন হাজারীর
রাষ্ট্রীয় মর্যাদায় মুজিব উদ্যানে দাফন সম্পন্ন হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ৩ টার দিকে তার লাশ ফেনীর মাস্টার পাড়ার শৈল কুঠির মুজিব উদ্যানে আনা হয়।বিকেল ৫টায় ফেনী পাইলট স্কুল মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। শ্রদ্ধা, ভালোবাসা ও অশ্রু সজল নয়নে জয়নাল হাজারীকে বিদায় জানান লাখো জনতা।
ফেনী জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারীকে রাষ্ট্রীয় মর্যাদা ‘গার্ড অব অনার’প্রদান করা হয়। গার্ড অব অনার প্রদান করেন ফেনী সদরের সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মাহমুদ ভূইয়া।
নামাজে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের চট্রগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি, ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদুল হাসান, চট্রগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি প্রমুখ।
প্রসঙ্গত, গতকাল সোমবার বিকেল ৫ টায় রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার প্রথম জানাযা ঢাকায় অনুষ্ঠিত হয়।
