মেয়ের সামনে মাকে ধর্ষণ করল ডিবির এসআই
স্টাফ রিপোর্টারঃ
খুলনায় আবাসিক হোটেলে এক নারীকে ধর্ষণের অভিযোগে গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বুধবার (৯ ডিসেম্বর) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। সে খুলনা মেট্রোপলিটনে পুলিশে (কেএমপি) কর্মরত আছেন।
এজাহার সূত্রে জানাযায়, বাগেরহাট জেলার মোংলা থেকে ভুক্তভোগী এই নারী তার মেয়েকে ডাক্তার দেখানোর জন্য গত মঙ্গলবার খুলনায় আসেন। রাঁতে থাকার জন্য হাদিস পার্কের কাছে সুন্দরবন হোটেলের ১৩নং রুম বুকিং করে সেখানেই থাকেন।
রাঁত সোয়া ২টার দিকে হোটেলবয়কে নিয়ে পুলিশ পরিচয়ে রুমে প্রবেশ করেন জাহাঙ্গীর। ওই নারীর সঙ্গে থাকা মেয়েটি কার জিজ্ঞাসাবাদ করতে থাকেন। তিনি নিজের মেয়ে পরিচয় দিলে জাহাঙ্গীর বিশ্বাস করতে চাননি। এরপর হুমকি দিয়ে হোটেলবয়কে রুম থেকে তাড়িয়ে দেন। রাঁত ২টা ৩০ মিনিটের দিকে ভয়ভীতি দিয়ে মেয়ের সামনেই ওই নারীকে ধর্ষণ করেন জাহাঙ্গীর।
এ সময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন হোটেলের নিচে প্রধান ফটকে তালা দিয়ে জাহাঙ্গীর আলমকে আটক করে পুলিশে দেয়। পরে এ ঘটনায় খুলনা সদর থানার দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় জাহাঙ্গীর আলমকে গ্রেফতার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়। ভুক্তভোগী নারীকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
নতুন ৬০ ডেঙ্গু রোগী হাসপাতালে
তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল হান্নান মোল্লা বলেন, অভিযুক্ত জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
