মুরাদকে আ’লীগ থেকে বহিস্কারের সিদ্ধান্ত
বর্ণমেলা ডেক্সঃ
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে আওয়ামী লীগ থেকে বহিস্কার করা হচ্ছে। দলের আগামী কার্যনির্বাহী সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হবে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
অশালীন মন্তব্যের কারনে দেশ জুড়ে প্রবল সমালোচনার কারনে তাকে মন্ত্রী সভা থেকে আজ মঙ্গলবারের মধ্যে পদ ত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রাতে সাংবাদিকদের কাছে এই তথ্য প্রকাশ করেছেন। ওবায়দুল কাদের বলেছেন, তিনি সন্ধ্যেয় প্রধানমন্ত্রীর সাথে এই বিষয় নিয়ে কথা বলেছেন।
এরই মধ্যে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন।
পদত্যাগ করার নির্দেশ দেওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছে বিএনপিসহ দেশের সুশিল সমাজ, বুদ্ধিজীবি ও ধর্মীয় নেতৃবর্গ।
বিরোধীদল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যাকে নিয়ে মি. হাসানের নারী বিদ্বেষী ও বর্ণবাদী মন্তব্য নিয়ে প্রবল সমালোচনার মাঝেই একটি ফাঁস হওয়া টেলিফোন আলাপের সাথে মি. হাসানের নাম যুক্ত হয় এই দু’টি ঘটনা আওয়ামী লীগ এবং সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে।
