ভারতের সেনাপ্রধানকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫
অনলাইন ডেক্সঃ
ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ ও সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতসহ দেশটির জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে ৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। কে কে মারা গেছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এনডিটিভি এর খবরে বলা হয়েছে, হেলিকপ্টারে বিপিন রাওয়াত ও তার স্ত্রীসহ ১৪ জন যাত্রী ছিলেন।
সেনা সূত্রে জানাগেছে, হেলিকপ্টারে ৪ জন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। এদের মধ্যে ৩ জনকে উদ্ধার করা হয়েছে। তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে বিপিন রাওয়াত আহত হয়েছেন কি না, তা এখনো জানা যায়নি।
সেনা সূত্রে আরো জানাগেছে, বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে তামিলনাড়ুর কুন্নুর জেলায় উটির কাছে ঘন জঙ্গলের মধ্যে এ দিন দুপুরে সেনাবাহিনীর এম-১৭ হেলিকপ্টার ভেঙে পড়ে।
দুর্ঘটনা স্থলে সেনাবাহিনী পৌঁছেছে। দুর্ঘটনাস্থল থেকে ৩ জনকে উদ্ধার করা হলেও ১ জনের খোঁজ এখনো পাওয়া যায়নি।
