পাল্টা আঘাতের সক্ষমতা অর্জন করেছে সেনাবাহিনী
স্টাফ রিপোর্টারঃ
আমরা শান্তিতে বিশ্বাসী কিন্তু আঘাত এলে বাংলাদেশ সেনাবাহিনী পাল্টা আঘাতের সক্ষমতা অর্জন করেছে।
পাল্টা আঘাতের সক্ষমতা অর্জন করেছে সেনাবাহিনী আজ রোববার সকালে চট্টগ্রামের ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমির ৮১তম বিএমএ কোর্সের কমিশন প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি আরো বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাইরের শত্রু মোকাবিলায় বাংলাদেশের সক্ষম, আমরা শান্তিতে বিশ্বাস করি, জাতির পিতা আমাদের যে পররাষ্ট্র নীতি দিয়েছেন, সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়, আমরা সেই পররাষ্ট্র নীতিতেই বিশ্বাস করি। কিন্তু কখনো যদি আমরা কোনো বহিঃশত্রু দ্বারা আক্রান্ত হই, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সক্ষমতা আমরা এরই মধ্যে অর্জন করেছি। এ সময় নবীন সেনা কর্মকর্তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীকে আধুনিক করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ অনেক পদক্ষেপ নিয়েছে সরকার।
সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে কৃতি ক্যাডেটদের কৃতিত্বের জন্য পুরস্কৃত করেন।
সর্ব বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার আব্দুল্লাহ আল ইসলাম সোড অব অনার এবং কোম্পানী জুনিয়র আন্ডার অফিসার ইমরুল কায়েস সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য সেনাবাহিনী প্রধান স্বর্ণ পদক প্রদান করা হয়।
