ঢাবি ক্যাম্পাসে ছিনতাইয়ের চেষ্টা- গুলি
ঢাবি প্রতিনিধিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম ভবনের সামনের সড়কে মোটরসাইকেল আরোহীর ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করে দুর্বৃত্তরা। প্রাথমিক চেষ্টা ব্যাহত হলে ছিনতাইকারীরা গুলি চালান। আজ
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের মুকাররম ভবনের সামনের সড়ক দিয়ে এক ব্যক্তি উবার রাইডের মোটরসাইকেলে করে যাচ্ছেন উল্লেখ করে প্রত্যক্ষদর্শী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইলিয়াস আহমেদ বলেন, এমন সময় পেছন থেকে দুই মোটরসাইকেলে ৪ জন এসে তার পিঠে থাকা ব্যাগ টান দিলে তিনি রাস্তায় পড়ে যান। পরে রাস্তা থেকে উঠে বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামের গেটের দিকে দৌড়ে গেলে তাকে লক্ষ্য করে দুইটি গুলি ছোড়া হয়। তবে গুলিতে কেউ হতাহত হয়নি।
ভুক্তভোগী ব্যক্তি ইসলামি ব্যাংকের একজন কর্মকর্তা এবং তার ব্যাগে ভর্তি টাকা ছিল বলে জানাগেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা ক্যাম্পাসের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রাব্বানী বলেন, আমরা বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়েছি। এটা বিশ্ববিদ্যালয়ের কোন বিষয় নয়। একটা ছিনতাইয়ের চেষ্টা চালানো হয়েছিল। পুলিশ ও গোয়েন্দা বিভাগ বিষয়টি দেখছেন।
