খাগড়াছড়ি জেলা ব্রান্ড বুক ২য় সংস্করনের মোড়ক উন্মোচন
মোফাজ্জল হোসেন ইলিয়াছ/খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলা ব্রান্ড বুক এর মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) খাগড়াছড়ি জেলা প্রশাসকের কক্ষে এ মোড়ক উন্মোচন করা হয়।
জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার আব্দুল আজিজ।
বইটিতে পর্যটকরা অনেক কিছু জানতে পারবে ফলে পর্যটক বৃদ্ধি পাবে এবং জেলায় অর্থনৈতিক প্রাণ চাঞ্চল্য ফিরে আসবে উল্লেখ করে প্রধান অতিথি বলেন, জেলার সংস্কৃতি, কৃষ্টি, ধর্মীয় রীতিনীতি এবং সামাজিক অবস্থা তুলে ধরা হয়েছে বইটিতে।
খাগড়াছড়ি জেলা প্রশাসক বলেন, বৈচিত্রময় খাগড়াছড়ির ২য় সংস্করনে সামাজিক, ধর্মীয় রীতিনীতি এবং পার্বত্যবাসীর জীবনধারাও তুলে ধরা হয়েছে।
জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের পৃষ্ঠপোষকতায় এবং সহকারী কমিশার প্রশান্ত কুমার চক্রবর্তীর সম্পাদনায় প্রকাশিত বৈচিত্রময় খাগড়াছড়ির ২য় সংস্করনের আলোকচিত্রে ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক কাজী মোঃ আলিমউল্লাহ।
