খাগড়াছড়ি জেলা পরিষদ ক্রিকেট লীগ-২১ উদ্বোধন
মোফাজ্জল হোসেন ইলিয়াছ/খাগড়াছড়ি প্রতিনিধিঃ
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে খাগড়াছড়িতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ অর্থায়নে ও জেলা ক্রীড়া সংস্থা আয়োজনে খাগড়াছড়ি স্টেডিয়ামে পার্বত্য জেলা পরিষদ ক্রিকেট লীগ-২০২১ উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এনডিসি মোঃ কামরুল হাসান।
জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ, পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, জেলা পরিষদে মূখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বশিরুল হক ভূইয়া।
পার্বত্য জেলা পরিষদ ক্রিকেট লীগ-২০২১ অনুষ্ঠিত খেলায় ১২ টি দল অংশ গ্রহণ করবে এবং ৫০ ওভার খেলা হবে। উদ্বোধনী খেলায় মাঠে খেলতে নেমেছে সেভেন স্টার সমবায় সমিতি বিপক্ষে ভুমিকা বহুমুখী সমবায় সমিতি।
