ঢাকাবুধবার , ৮ ডিসেম্বর ২০২১
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আর্ন্তজাতিক
  5. ইসলাম
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. জানা অজানা
  12. টিপস
  13. ঢাকা
  14. তথ্য ও প্রযুক্তি
  15. দুর্ঘটনা
সর্বশেষ সবখবর

খাগড়াছড়ির কৃষি জমি, শিক্ষা প্রতিষ্ঠান ও লোকালয়ে ইটভাটা, শঙ্কিত স্থানীয়রা

অনলাইন ডেস্কঃ
ডিসেম্বর ৮, ২০২১ ৮:২৫ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়ির কৃষি জমি, শিক্ষা প্রতিষ্ঠান ও লোকালয়ে ইটভাটা, শঙ্কিত স্থানীয়রা

Advertisements

খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ির লোকালয়ে ও কৃষি জমির উপর নতুন ইট ভাটা তৈরির কাজ চলছে। তার সাথে চলছে বনাঞ্চলের কাঠ পুড়ানোর প্রতিযোগীতা। জেলা সদরের শিক্ষা প্রতিষ্ঠান, সড়কের পাশে এমন কাজে স্থানীয়রা শঙ্কিত হলেও নীরব প্রশাসন।

ভাটা মালিক বলছেন প্রশাসনকে জানিয়ে চলছে এ কাজ।লোকালয়ের কাছাকাছি পরিবেশের জন্য হুমকি এসব ভাটা বন্ধ হস্তক্ষেপ চান পরিবেশকর্মী ও স্থানীয়রা।

খাগড়াছড়ি পার্বত্য জেলায় ব্রিক ফিল্ডের অনুমোদন নেই একটিরও। অথচ ৪০ টির বেশি ইট ভাটা চলছে বছরের পর বছর ধরে।

খাগড়াছড়ি জেলা সদরের কমলছড়িতে বসত-বাড়ির কাছাকাছি টিনের ঘেরাও দিয়ে কৃষি জমিতে নতুনভাবে ইট ভাটা নির্মাণের কাজ চলছে। প্রচলিত আইনে জনবসতি, শিক্ষা প্রতিষ্ঠানেন পাশে ইটভাটা নির্মাণে কড়া বিধিনিষেধ থাকলও তা অমান্য করেই এই ইটভাটার কার্যক্রম শুরু হয়েছে। ফলে পরিবেশ সংকটাপর্ণের শঙ্কায় রয়েছেন স্থানীয়রা।

কৃষি জমিতে ভাটা স্থাপন করেই শেষ নয়, ইট তৈরীতে পাহাড় ও কৃষি জমির মাটি ও বনাঞ্চলের কাঠ পুড়িয়ে চলছে জেলার ইট ভাটা গুলো। লোকালয়ের কাছাকাছি পরিবেশের জন্য হুমকি এসব ভাটা বন্ধ হস্তক্ষেপ চান পরিবেশকর্মী ও স্থানীয়রা।

২০১৪ সালের ১ জুলাই ইট ভাটা স্থাপন আইন কার্যকর হওয়ার ২ বছরের মধ্যে সনাতন পদ্ধতির ভাটা গুলো বিলুপ্তির কথা থাকলেও খাগড়াছড়িতে এখনও চলছে।
নতুন করে ভাটা স্থাপনে প্রশাসনক জানানো হয়েছে দাবি ভাটা মালিকের

খাগড়াছড়ির পরিবেশ রক্ষা, কৃষি জমির ও লোকালয়ের কাছাকাছি পরিবেশের জন্য হুমকি এসব ভাটা বন্ধ হস্তক্ষেপ চান পরিবেশকর্মী ও স্থানীয়রা।

Advertisements

  বর্ণমেলা প্রিন্টার্স এন্ড ক্রেস্ট গ্যালারী আমাদের সেবা সমূহ:- ক্রেস্ট, সম্মাননা স্মারক, মগ, মেডেল, আইডি কার্ড, ভিজিটিং কার্ড, ক্যালেন্ডার, পোস্টার, পিভিসি ব্যানার, ষ্টিকার সহ সকল প্রকার ছাপার কাজ করা হয় এবং সকল প্রকার সীল তৈরি ও যে কোন অনুষ্ঠানের গেঞ্জী, টিশার্ট প্রিন্ট করা হয়। ঠিকানা: সিডষ্টোর বাজার, ভালুকা, ময়মনসিংহ, মোবাঃ ০১৭১৫২৫৩৩৮৫, E-mail: bornamela03@gmail.com