কেটে গেছে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব-কক্সবাজাররবাড়বে পর্যটক পর্যটন
নিজেস্ব প্রতিবেদকঃ
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব কেটে যাওয়ায় কক্সবাজারে পর্যটক বাড়বে বলে মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা। সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজেও মিলছে না টিকেট। আগামী সপ্তাহ থেকে পর্যটকের চাপ বাড়বে বলে জানিয়েছে হোটেল-মোটেল মালিক সমিতির নেতৃবৃন্দ।
গেল ১৯ আগস্ট থেকে কক্সবাজারের পর্যটন খাত উম্মুক্ত করে দেওয়া হয়। ডিসেম্বরের শুরুতে পর্যটক বাড়লেও ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে কমে যায় পর্যটক।
হোটেল-মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাসেম সিকদার বলেন, এই সময়ে যা পর্যটকের আগমন ঘটেছে এতেই আমরা সন্তুষ্ট। এখন আর হোটেল মোটেলের ৯০ ভাগ কক্ষই বুকিং হয়ে গেছে। ইতোমধ্যে পর্যটন সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারী কাজে যোগদান করেছেন। সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনেই কার্যক্রম পরিচালনা করছি। বিজয় দিবসের দিন থেকে জানুয়ারীর ৫ তারিখ পর্যন্ত হোটেলের সব কক্ষই অগ্রীম বুকিং হয়ে গেছে।
ঢাকা থেকে আসা দম্পতি গোলাম মাওলা বলেন, প্রথম বার এসেছি কক্সবাজারে। করোনার কারণে দীর্ঘদিন ঘর বন্দী ছিলাম। এখন একটু স্বস্থির জন্য কক্সবাজার এসেছি।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক সাকের আহমদ বলেন, ট্যুরিস্ট পুলিশের ৮০ জন সদস্য সৈকতে দায়িত্ব পালন করছেন।
