কুমিল্লায় সালিশি বৈঠকে গ্রাম পুলিশের মৃত্যু
কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লা জেলার মেঘনায় জমি সংক্রান্ত বিরোধ মীমাংসা বৈঠকে পরিমল চন্দ্র (৪০) নামের এক গ্রাম পুলিশের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
ইউপি চেয়ারম্যান আহসান উল্লাহ বলেন, দীর্ঘদিন ধরে গ্রাম পুলিশ হোমাস চন্দ্র দাসের ভাই সুভাষ চন্দ্র দাস ও গ্রাম পুলিশ পরিমল চন্দ্র দাসের ভাই গৌরাঙ্গ চন্দ্র দাসের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এর মিমাংসার জন্য চন্দনপুর ইউনিয়ন চেয়ারম্যান আহসান উল্লাহর কাছে লিখিত অভিযোগ করে সুভাষ। সালিশ মীমাংসার জন্য দুই পক্ষকে ইউনিয়ন অফিসে ডেকে আনি এবং মিমাংসার স্বার্থে দুই পক্ষকেই ধমক দিলে, পরিমল হঠাৎ করে পড়ে গেলে সবাই তাকে ধরে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
মেঘনা থানার তদন্ত কর্মকর্তা জাকির হোসেন বলেন, লাশ ময়নাতদন্ত শেষে সঠিক কারন জেনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিমল চন্দনপুর গ্রামের অনু চন্দ্র দাসের ছেলে।
