কাপ্তাই হ্রদের পানি দূষণমুক্ত রাখতে নৌকায় প্রচার
রাঙ্গামাটি প্রতিনিধিঃ
“বন বাঁচলে-থাকবে পানি” “বন উজার রোধ করি-কাপ্তাই লেকের পানি দূষণমুক্ত রাখি” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে রাঙ্গামাটিতে চিটাগাং হিল ট্র্যাক্টস ওয়াটারশেড কো-ম্যানেজমেন্ট এক্টিভিটি এসআইডি-সিএইচটি জেলা পর্যায়ে নৌকা প্রচারভিযানে শোভাযাত্রা বের করা হয়েছে।
আজ শনিবার (১১ ডিসেম্বর) সকালে শহরের ফিশারী বাঁধে এক আলোচনা সভা শেষে আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস’র আয়োজনে এ শোভাযাত্রা উদ্বোধন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এসিস্ট্যান্ট প্রফেসর ড. নিখিল চাকমা, পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর কালায়ন চাকমা, সিএইচটিডাব্লিউসিএ এসআইডি-সিএইসটি ইউএনডিপির কমিউনিকেশন অফিসার মোঃ জহিরুল ইসলাম, কাপ্তাই লেক সংরক্ষণ কমিটির সদস্য জিসান বখতিয়ার প্রমূখ।
হ্রদ দূষণমুক্ত রাখার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, কাপ্তাই হ্রদ দূষণের ফলে আগের মতো আর পরিবেশ সেবা ইকোসিস্টেম সার্ভিস দিতে পারছে না। যার ফলে কাপ্তাই হ্রদের উপর নির্ভরশীল জনগোষ্ঠীর আর্থসামাজিকের উপর নেতিবাচক প্রভাব শুরু হয়েছে। বিশেষ করে রাঙ্গামাটি পৌরসভার অর্ন্তগত জনগোষ্ঠীর নিত্যপ্রয়োজনীয় পানির উৎস মূলত কাপ্তাই হ্রদ থেকে। আমরা যদি কাপ্তাই হ্রদকে দূষিত করি, দূষিত পানি আমাদের শরীরে প্রবেশ করবে যা জনস্বাস্থ্যের জন্য খুবই হুমকিস্বরূপ।
বেলুন ও পতাকা দিয়ে সাজানো ভাসমান ইঞ্জিনচালিত নৌকাগুলোতে কাপ্তাই হ্রদ ও বনের ছবি দিয়ে ‘বন বাঁচলে, থাকবে পানি’ এ লেখা সম্বলিত বড় বড় ব্যানারের পাশাপাশি পানি দূষণমুক্ত রোধে করণীয় লিফলেট, মাষ্ক বিতরণ করা হয়।
শোভাযাত্রাটি ফিশারী বাঁধ থেকে শুরু হয়ে বনরুপা, রাজবাড়ী, চক্রপাড়া, রিজার্ভ বাজারের শহীদ মিনার প্রদক্ষিণ করে আবারো ফিশারী বাঁধে এসে শেষ হয়।
