কাপ্তাইয়ে অস্ত্রসহ আটক এক
Advertisements
পার্বত্যঞ্চল প্রতিনিধিঃ
রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলায়
অস্ত্রসহ একজনকে আটক করেছে যৌথ বাহিনী।
সোমবার রাঁতে উপজেলার রাইখালী ইউনিয়নের মাইদংপাড়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
আটকের সময় সুই চং মারমার (২৫)। বাড়ি তল্লাশি করে একটি এলজি, একটি কার্তুজ, একটি এন্টেনা ভাংগা ওয়ারলেস, তিনটি বক্স এয়ারগানের পিলেট, ছয়টি মোবাইল, একটি টর্চ লাইট ও একটি ছুরি জব্দ করা হয়।
চন্দ্রঘোনা থানার ওসি মোঃ ইকবাল বাহার চৌধুরী বলেন, সুই চং মারমা পাহাড়ি সন্ত্রাসী সংগঠনের একজন সক্রিয় কর্মী ও কালেক্টর। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নিয়মিত অস্ত্র মামলা রুজু করা হয়েছে।
Advertisements
বর্ণমেলা প্রিন্টার্স এন্ড ক্রেস্ট গ্যালারী
আমাদের সেবা সমূহ:- ক্রেস্ট, সম্মাননা স্মারক, মগ, মেডেল, আইডি কার্ড, ভিজিটিং কার্ড, ক্যালেন্ডার, পোস্টার, পিভিসি ব্যানার, ষ্টিকার সহ সকল প্রকার ছাপার কাজ করা হয় এবং সকল প্রকার সীল তৈরি ও যে কোন অনুষ্ঠানের গেঞ্জী, টিশার্ট প্রিন্ট করা হয়।
ঠিকানা: সিডষ্টোর বাজার, ভালুকা, ময়মনসিংহ, মোবাঃ ০১৭১৫২৫৩৩৮৫,
E-mail: bornamela03@gmail.com
