ইরাকে মার্কিন দূতাবাসের কাছে পড়লো রকেট
Advertisements
বর্ণমেলা ডেক্সঃ
ইরাকের রাজধানী বাগদাদের সুরক্ষিত গ্রিন জোন মার্কিন দূতাবাস লক্ষ্য করে ছোড়া হয়েছে দুটি রকেট। আজ রোববার সকালে এই রকেট হামলা হয়।
ইরাকি নিরাপত্তা বাহিনীর বিবৃতিতে বলা হয়, বাগদাদের গ্রিন জোন লক্ষ্য করে দুটি রকেট ছোড়া হয়েছে। একটি রকেট আকাশে থাকা অবস্থায় ভূপাতিত হয়। অপরটি মার্কিন দূতাবাসের ৫শ মিটার দূরে ভূমিতে এসে পড়েছে। এতে দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। রকেট হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।
ইরাকে বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রায় দুই হাজার পাঁচশ সেনা ও আন্তর্জাতিক জোটের এক হাজার সেনা রয়েছে।সূত্রঃ এএফপি ও রয়টার্স।
Advertisements
বর্ণমেলা প্রিন্টার্স এন্ড ক্রেস্ট গ্যালারী
আমাদের সেবা সমূহ:- ক্রেস্ট, সম্মাননা স্মারক, মগ, মেডেল, আইডি কার্ড, ভিজিটিং কার্ড, ক্যালেন্ডার, পোস্টার, পিভিসি ব্যানার, ষ্টিকার সহ সকল প্রকার ছাপার কাজ করা হয় এবং সকল প্রকার সীল তৈরি ও যে কোন অনুষ্ঠানের গেঞ্জী, টিশার্ট প্রিন্ট করা হয়।
ঠিকানা: সিডষ্টোর বাজার, ভালুকা, ময়মনসিংহ, মোবাঃ ০১৭১৫২৫৩৩৮৫,
E-mail: bornamela03@gmail.com
