ময়মনসিংহের ত্রিশাল পৌরসভায় সুতিয়া নদীর উপর মৃত্যুবরণকারী ভিক্ষুক আবুল কালামের দাফনের যাবতীয় খরচের দায়িত্ব নিলেন পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ।
শনিবার (০৭ আগষ্ট) ভোরে আবুল কালামের মৃত্যুর সংবাদ পেয়ে মেয়র ৬নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর খানসহ অন্যান্য কাউন্সিলরদের এই মৃত ব্যক্তির খোঁজ খবর নিতে বলেন। পরে মেয়র তাঁর নিজস্ব অর্থায়নে মরহুম ব্যক্তির দাফনের যাবতীয় খরচাদি বহন করে পৌর কবরস্থানে দাফনের সিদ্ধান্ত গ্রহন করেন।
জানা যায়, এই মৃত আবুল কালাম পৌরসভার ৫নং ওয়ার্ডের ঋষিপাড়ায় সনাতন ধর্মে জন্ম । পরে পরিবারের সবকিছু ছেড়ে ইসলাম ধর্ম গ্রহন করেন। কর্মজীবনে পাউয়ার টিলার মিস্ত্রী ছিলেন তিনি। কর্মজীবনে থাকাবস্থায় এক কঠিন অসুখে একটি পা কেটে ফেলতে হয় তার। অভাবের তারনায় অবশেষে ভিক্ষার পেশা বেছে নিতে হয় তাকে। সুতিয়া নদীর ব্রীজের উপর গত দু’বছর যাবত ধরে ভিক্ষা করে দিনাতিপাত করছিলেন এই ব্যক্তি। অবশেষে সুতিয়া নদীর ব্রীজেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এ বিষয়ে পৌরসভার মেয়রের সাথে কথা বললে তিনি জানান, এই আবুল কালাম সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহন করার পর আমার ব্যক্তিগত ও পৌরসভার পক্ষ থেকে তাঁর চিকিৎসার জন্য নগদ অর্থনৈতিক সহায়তা ও ত্রাণ সামগ্রী দিয়েছি। আজ সে মৃত্যুবরণ করেছে তার দাফনসহ যাবতীয় খরচাদির ভার আমি নিয়েছি।
