মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাখুয়া ইউনিয়নের ছিন্নমূল পরিবারের শিশুদের নিবিড় পরিচর্যা ও যত্ন নিতে মায়েদের মাঝে ইনকাম সাপোর্ট প্রোগ্রাম ফর দ্যা পুওরেস্ট (আইএসপিপি) যত্ন প্রকল্পের আওতায় নগদ টাকা বিতরণ করা হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর বাস্তবায়নে ও সাখুয়া ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) এর মাধ্যমে এ টাকা বিতরণ কর্মসুচীর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার।
এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ মোহাম্মদ গোলাম ইয়াহিয়া। ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত সেপ্টিনেন্ট প্রোগ্রাম এসিস্ট্যান্ট- এসপিএ শামিম হোসেন, ইউপি সচিব জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামান মন্ডল সহ প্রকল্পের দায়িত্ব প্রাপ্ত বিভিন্ন কর্মকর্তা ও ইউনিয়নের ইউপি সদস্য গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
এই প্রকল্পের আওতায় ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মোট ১০৬৮ জন ভোক্তভোগীর মাঝে সর্বমোট ৮৪ লাখ ৯৪ হাজার ২শত টাকা বিতরণ করা হয়েছে। তবে চিকিৎসার প্রয়োজন হলে এ টাকার সঙ্গে চিকিৎসায় খরচ হওয়া বিল যুক্ত হবে। এসব হিসেব রাখার দায়িত্বে আছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ গোলাম ইয়াহিয়া।