স্টাফ রিপোর্টারঃ
আসুন আমরা সুন্দর একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করি যাতে আগামী প্রজন্ম সুন্দর ভাবে গড়ে উঠে। কথা গুলো বলছিলেন, ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়নের কালীর বাজারের কৃতি সন্তান গাজীপুরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও শিল্পপতি আবুল কালাম।
মঙ্গলবার (২৭অক্টোবর) বিকেলে কালীর বাজার উচ্চ বিদ্যালয় মাঠে এক ফুটবল টুর্নামেন্ট খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এ সময় বিশেষ অতিথি ছিলেন, ল্যান্স কর্পোরাল (অবঃ) ও প্রচার সম্পাদক কেন্দ্রীয় কমিটি, অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থা (অসকস) বাংলাদেশ মোঃ শফিকুল ইসলাম, পুলিশ অফিসার মোঃ মজিবুর রহমান (অবঃ), ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফকরুদ্দীন আহমেদ, গাজীপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব ১৬ ফুটবল টিমের সাবেক খেলোয়াড় রিপন রায়, আতিকুল ইসলাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।