ফকরুদ্দীন আহমেদ, নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় অটো, টেম্পু, সিএনজি, মাহিন্দ্র শ্রমিক ইউনিয়নের উপজেলা কমিটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে ময়মনসিংহ জেলা কমিটি।
৩অক্টোবর ২০ ইং তারিখ জেলা কমিটির সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনের যৌথ স্বাক্ষর করে এনামুল হক খানকে সভাপতি ও সালমান হোসেন সুমনকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি অনুমোদন করেন।
এই অনুমোদিত কমিটিকে আনুষ্ঠানিক দায়িত্ব বুঝিয়ে দিতে ৭ অক্টোবর দুপুরে জেলা কমিটির সভাপতি -সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ ত্রিশালে উপস্থিত হয়ে উপজেলার প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিদের কাছে কমিটির ছায়ালিপি তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি সোয়েল মাহমুদ সুমন, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সুমন সহ শ্রমিকলীগ ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
উপজেলা শ্রমিক ইউনিয়ন কার্যকরী কমিটিতে অন্যান্য যারা রয়েছেন, কার্যকরী সভাপতি আলী হোসেন, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন কাইসার, যুগ্ম সাধারণ সম্পাদক রানা মিয়া, সহ-সাধারণ সম্পাদক শাহরিয়ার নাজমুল, সাংগঠনিক সম্পাদক আনিছ মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম, কোষাদক্ষ দুলাল মিয়া, প্রচার সম্পাদক মনির হোসেন, দপ্তর সম্পাদক রুবেল সরকার, সম্মানিত সদস্য আতিকুল ইসলাম, মুঞ্জুরুল হক, রাসেল মিয়া ও মোশারফ হোসেন।
নিউজ সম্পাদনা-মোমিন তালুকদার