মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাখুয়া ইউনিয়নের ছিন্নমূল পরিবারের শিশুদের নিবিড় পরিচর্যা ও যত্ন নিতে মায়েদের মাঝে ইনকাম সাপোর্ট প্রোগ্রাম ফর দ্যা পুওরেস্ট (আইএসপিপি) যত্ন প্রকল্পের আওতায় নগদ টাকা বিতরণ করা হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর বাস্তবায়নে ও সাখুয়া ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) এর মাধ্যমে এ টাকা বিতরণ কর্মসুচীর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার।
এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ মোহাম্মদ গোলাম ইয়াহিয়া। ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত সেপ্টিনেন্ট প্রোগ্রাম এসিস্ট্যান্ট- এসপিএ শামিম হোসেন, ইউপি সচিব জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামান মন্ডল সহ প্রকল্পের দায়িত্ব প্রাপ্ত বিভিন্ন কর্মকর্তা ও ইউনিয়নের ইউপি সদস্য গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
এই প্রকল্পের আওতায় ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মোট ১০৬৮ জন ভোক্তভোগীর মাঝে সর্বমোট ৮৪ লাখ ৯৪ হাজার ২শত টাকা বিতরণ করা হয়েছে। তবে চিকিৎসার প্রয়োজন হলে এ টাকার সঙ্গে চিকিৎসায় খরচ হওয়া বিল যুক্ত হবে। এসব হিসেব রাখার দায়িত্বে আছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ গোলাম ইয়াহিয়া।
মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
নিয়ম মেনে ভ্যাকসিন নিন করোনা মুক্ত দেশ গড়ুন এই স্লোগান কে সামনে রেখে (কোভিড ১৯) ভ্যাকসিনেশনের আওতায় আনতে ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়ন সেচ্ছাসেবক টিম (কোভিড ১৯) এর আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগীতায় বৃহস্পতিবার ভ্রাম্যমান বিনামূল্যে ভ্যাকসিন রেজিষ্ট্রেশন বুথ এর আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ত্রিশাল উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক প্রবীন রাজনীতিবিদ ফজলে রাব্বী, সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম তুষার, সহযোগী অধ্যাপক চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ফরিদুল আলম উল্কা, কাঁঠাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন কামাল সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় কাঁঠাল ইউনিয়নের ৫৬জন পুরুষ ও নারী বিনামূল্যে ভ্যাকসিন রেজিষ্ট্রেশন করেন।
মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
মহান শহীদ দিবস ও আন্তার্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ত্রিশাল ব্লাড ডোনেশন ক্লাব এর উদ্যোগে রাগামারা বাজারে বুধবার (০৩ফেব্রুয়ারি) দিনব্যাপী প্রায় পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় ও মাস্ক বিতরণ এর মাধ্যমে কর্মসূচি পালন করা হয়।
উপজেলার সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রহীমের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পিং উদ্বোধন করেন, বাগান ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ ও আগামী ত্রিশাল ইউনিয়ের চেয়ারম্যান প্রার্থী আনোয়ার সাদাত জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন, ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফকরুদ্দীন আহমেদ, ত্রিশাল অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন শামীম, ত্রিশাল প্রেসক্লাবের সহ-সভাপতি কামরুজ্জামান মিনহাজ্ব, উপজেলা প্রেসক্লাবের সমাজকল্যাণ সম্পাদক মোমিন তালুকদার, বিজয় ৭১ টিভি ত্রিশাল প্রতিনিধি আশরাফ ছিদ্দিকী পলাশ।
ত্রিশাল ব্লাড ডোনেশন ক্লাবের পক্ষে পরিচালনার দায়িত্বে ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা আমিরুল ইসলাম শাকিল, অন্যান্য সদস্য প্যানেল এডমিন আমিরুল ইসলাম, আহাদ আকন্দ, রেহেনা আক্তার রুনা, তাছলিমুল হাসান মুবিন, ছানী ইবনে মোস্তফা শরীফ হাসান প্রমুখ।
নিজস্ব প্রতিবেদকঃ
ধর্ম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ময়মনসিংহ- ৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফেজ রুহুল আমীন মাদানী’ র করোনা রোগ মুক্তি কামনায় বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় ত্রিশাল উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার জাহান জুয়েল, সহ-সভাপতি শেখ আরিফ রব্বানী, সাধারণ সম্পাদক ফকরুদ্দীন আহমেদ। রাগামারা ইসলামিয়া আলম মাদ্রাসার অধ্যক্ষ আনোয়ার সাদাত জাহাঙ্গীর। এই বাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক জসীম উদ্দিন।
উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আব্দুল মালেক, সমাজ কল্যাণ সম্পাদক মোমিন তালুকদার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাহমুদুল হাসান মিন্টু।
দোয়া মাহফিলে মুনাজাত করেন ধর্ম বিষয়ক সম্পাদক ফজলুর রহিম।
মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদক :
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর বাজারে “জননী স্টোর এন্ড বেকারী” নামক সাইনবোর্ড ঝুলিয়ে অপর একটি ঘরে লোকচক্ষুর আড়ালে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে উপজেলা সেনেটারি কর্মকর্তা বার বার নিষেধ করার পরও নোংরা পরিবেশে তৈরী হচ্ছে বিস্কুট, কেক, পাউরুটি সহ নানা বাহারি মুখরোচক খাবার!
আমরা কখনো কি কেউ ভেবে দেখেছি এই খাবারগুলো কোথায় তৈরি হচ্ছে? কী দিয়ে তৈরি হচ্ছে?
এসব খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণ ও যাচাই করার দায়িত্বে যারা আছেন তারা তাদের দায়িত্ব কতটা পালন করছেন?
স্থানীয়দের তথ্যের ভিত্তিতে সরেজমিনে অনুসন্ধান করে দেখা যায়, এই বেকারিতে অস্বাস্থ্যকর নোংরা স্যাঁতস্যাঁতে পরিবেশে ভেজাল ও নিম্নমানের উপকরণ দিয়ে অবাধে তৈরি করা হচ্ছে বেকারি সামগ্রী!
কারখানার ভেতরে যেখানে তৈরি খাবার রাখা আছে সেখানেই ধুলোবালির মাঝে আটা, ময়দার ছড়াছড়ি! আশপাশে খোলামেলা যায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে নানা ধরনের তৈরি করা পণ্য!

জননী স্টোর এন্ড বেকারী বাস্তব চিত্র!
শ্রমিকেরা খালি পায়ে নোংরা জুতা পায়ে দিয়ে এসব পণ্যের পাশ দিয়ে হাঁটাহাঁটি করছেন। আটা ময়দা প্রক্রিয়াজাত করানো কড়াইগুলোও রয়েছে অপরিস্কার ও নোংরা ডাকনাবিহীন! পাত্রগুলোতে ঝাঁকে ঝাঁকে মাছি ভনভন করছে!
পণ্য ভাজার কড়াই সিমেন্ট বালি দিয়ে সংযোগ দেওয়া, পণ্য তৈরীর তেলগুলো পুড়তে পুড়তে পুড়া মবিলের মত কালো হয়ে যাওয়ার পরও পরিবর্তন করার কোন চিন্তা নেই কারিগরদের!
বাহারি মোড়কে পাউরুটি, কেক, বিস্কুটসহ বিভিন্ন ধরনের বেকারি সামগ্রী বাজারজাত করা হচ্ছে এই বেকারি থেকে!
উপজেলার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত না রাখার কারণে দেদারসে চলছে এই নোংড়া পরিবেশের বেকারিগুলোর কার্যক্রম!
বেকারির তৈরী করা পণ্যগুলো বিভিন্ন চায়ের দোকানে সরবরাহ করছে বলেও অভিযোগ রয়েছে।
বেকারি সূত্রে জানা যায়, ফজরের নামাজের পরই কোম্পানির ভ্যানে বিভিন্ন অলিগলির জেনারেল স্টোর ও চায়ের দোকানে ওই সব পণ্য পৌঁছে দেন ডেলিভারিম্যানরা। বিভিন্ন চায়ের স্টলে গিয়ে দেখা যায়, একাধিক সাদা পলি প্যাকেটে ঝুলছে পাইরুটি, বাটারবন, কেকসহ অন্যান্য খাদ্যপণ্য। বেকারির এসব পণ্যের গায়ে মাঝে মাঝে প্রশাসনের চাপে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ লেখা থাকলেও মেয়াদ শেষ হওয়ার আগেই নষ্ট হয়ে যায়!
কয়েকজন চা দোকানীর কাছে জানতে চাইলে তারা বলেন, আমরা গরীব মানুষ, চা-পানের সাথে বেকারির পণ্য বিক্রি করে সংসার চালাই, উৎপাদনের তারিখ দেখার সময় নাই, কাস্টমাররা তো আর এসব জিজ্ঞেস করে না, প্যাকেট থেকে কোনমতে তুলে চা বা কলা দিয়ে ওই সব বেকারি সামগ্রী কিনে খায়!
“জননী স্টোর এন্ড বেকারী” মালিক মোঃ আছাদুল ইসলাম (ভূইয়া) কে বেকারির সঠিক কাগজপত্র আছে কি না এ ব্যপারে জানতে চাইলে তিনি তেমন কাগজপত্র দেখাতে পারেন নি।
উপজেলা সেনেটারি কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক এর কাছে জানতে চাইলে তিনি বলেন, ত্রিশালে বেশ কিছু খাদ্য উৎপাদন বেকারি সরকারি নিয়মনিতী না মেনে খাদ্য উৎপাদন করে যাচ্ছেন। কিছু যায়গায় আমরা অভিযান পরিচালনা করেছি।
আমি এই বেকারি পরিদর্শনে গিয়েছি, বেকারির মালিক এবং শ্রমিকদেরকে আমি অনেকবার সঠিকভাবে বেকারি চালানোর নিয়মকানুন বুঝিয়েছি এবং নির্দেশ দিয়েছি।উর্ধতন কৃর্তৃপক্ষের সাথে কথা বলে সঠিক তদন্ত করে দ্রুত একটা প্রদক্ষেপ নিব।
উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান এর কাছে বেকারির আশপাশের জনগণ ও সচেতন সহলের জোড় দাবী এই নোংরা, অসাস্থ্যকর পরিবেশের বেকারির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হউক।
মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ৮নং সাখুয়া ইউনিয়নে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ জানুয়ারি) রাতে সাখুয়া ইউনিয়নের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে কাজী ফরাজীবাড়ী যুব সমাজের উদ্যোগে এ ফাইনাল খেলা জাঁকজমক আনন্দগন পরিবেশে অনুষ্ঠিত হয়।
ত্রিশাল উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী সাইদুজ্জামান মন্ডল (জামান) এর সভাপতিত্বে, খেলায় স্বাস্থ্যের উপকারিতার উপর গুরুতারোপ করে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পুরুষ্কারপ্রাপ্ত বক্তা আব্দুর রশিদ ডাবল এম.এ।
উদ্বোধক হিসেবে ছিলেন, মনু ফকির স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক রেজাউল করিম (কায়েছ)।
বিশেষ অতিথি ছিলেন, সাখুয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আল-আমিন, ইউনিয়ন শ্রমিকলীগের সাবেক সভাপতি আইন উদ্দিন বেপারি, ভাই ভাই ব্রিকস্ এর আনোয়ার হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি, বিশিষ্ট ব্যবসায়ী হারুন অর রশীদ, ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সাবেক আহবায়ক হারুন অর রশীদ (হারুন), বিশিষ্ট ব্যবসায়ী মুজিবুর রহমান। চাকুরীজীবী আশরাফুল ইসলাম, মাহাবুর ফরাজী।
আমন্ত্রিত অতিথী- বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম বেপারী, উজ্জল সরদার, মকবুল হোসেন মক্কু, আবু হানিফ, জাহাঙ্গীর আলম ফরাজি, শফিকুল ইসলাম শফিক, জামাল উদ্দিন, প্রমুখ।
এ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলা শেষে বিজয়ী টিমের হাতে ট্রফি তুলেদেন খেলায় আসা আমন্ত্রিত মেহমানগণ।
উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী সাইদুজ্জামান মন্ডল (জামান) বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। আজকের খেলোয়ার আগামীদিনের ভবিষ্যৎ, খেলার জন্য ভালো কিছু করতে হবে, খেলায় পুরষ্কার পাওয়াটা বড়বিষয় নয়, অংশগ্রহন করাটা মুল বিষয়। খেলাধুলা মাদক থেকে দুরে রাখতে সহায়তা করে, এছাড়াও সমাজ বিরোধী কাজ থেকে দুরে রাখে। জাতির পিতাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খেলাকে ভালোবাসতেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় এসে খেলোয়ারদের প্রতি সু-নজর দিয়েছে, খেলোয়ারদের সকল সুবিধা দিয়েছে।
মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয় মাঠ দখল করে রাখা হয়েছে নির্মাণ সামগ্রী দিয়ে, চুল্লি নির্মাণ করে পোড়ানো হচ্ছে বিটুমিন। সৃষ্ট হচ্ছে উৎকট গন্ধ ও ধোঁয়া। এর ফলে দূর্ভোগ পোহাচ্ছে বিদ্যালয়ে আসা শিক্ষার্থীরা, সংলগ্ন বাজারের ব্যবসায়ীগণ, পথচারী, ও স্থানীয় জনগণ। রাস্তার নির্মাণ কাজ করছে নির্মাণকারী এক প্রতিষ্ঠান।
জানা গেছে, প্রায় ১ মাস আগে মাঠ জুরে ছোট ছোট স্তুপে পাথর, বালি, বিটুমিন রাখা হয়েছে। বিদ্যালয় ভবনের পাশ ঘেষে শহীদ মিনারের সামনে নির্মাণ সামগ্রী বালু, পাথর, মেশিন, যানবাহন রাখা হয়। এর পাশেই তৈরি করে পিচ গলানো আগুনের চুলা। এই চুলা থেকে কালো ধোঁয়া ও মেশিন থেকে ধূলো উড়ে গিয়ে পুরো বিদ্যালয় ভবন এলাকা আচ্ছন্ন হয়ে গেছে।
করোনাকালীন এই সময়ে পরিবেশের স্বার্থে স্বস্তিতে জীবন যাপন করার পরিবেশ সৃষ্টি করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।
আরো বিস্তারিত আসছে……..
মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ত্রিশালে অনির্বাণ সংগঠন বিনামূলে ব্লাড গ্রুপ নির্ণয় ও কয়েকশত মাস্ক বিতরণ করেছেন।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকালে ত্রিশাল পৌরসভার ১নং ওয়ার্ডে অবস্থিত নজরুল মিউজিয়াম এর এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যদিয়ে দিনব্যাপী কর্মসূচীতে বিনামূল্যে ব্লাড গ্রুপ ও মাস্ক বিতরণ ক্যাম্পেইন আয়োজন করা হয়।
অনির্বাণ সংগঠনের প্রতিষ্ঠাতা শাহ আহসান হাবিব বাবুর অনুপ্রেরণায় প্রতিষ্ঠিত সংগঠনের মানব কল্যাণমূলক আয়োজনে প্রধান অতিথি ছিলেন ত্রিশাল পৌরসভা থেকে বারবার নির্বাচিত মেয়র জননেতা আলহাজ্ব এবিএম আনিছিজ্জামান আনিছ। সংগঠনের সভাপতি ফাহমিদ খলিলের সভাপতিত্বে মোখলেছুর রহমান তন্ময়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল করিম সেলিম, সাবেক কাউন্সিলর ও ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ গোলাম মোস্তফা, ত্রিশাল হেল্পলাইনের সভাপতি হামিদুর রহমান সুমন।
এছাড়াও উপস্থিত ছিলেন, ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফকরুদ্দীন আহমেদ, অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন শামীম, মেডিকেলের প্রোপাইটর ইব্রাহিম খলিল , সরকার এন্টারপ্রাইজের সত্বাধিকারী ফেরদৌস মোর্শদ সোহান ও ব্যবসায়ী উসমান গনি কুসুম।
বিশেষ প্রতিনিধি: ‘এসো সবাই বৃক্ষ রোপন করি, সবুজ, নির্মল পরিবেশ গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় বাদশা গ্রুপের ‘পাইওনিয়ার নীটওয়্যারস্ (বিডি) লিঃ’ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২০ পালন করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের লবনকোঠা এলাকায় অবস্থিত ‘পাইওনিয়ার নীটওয়্যারস্ (বিডি) লিঃ’ সেকশন-২ এর আয়োজনে বৃক্ষ রোপণ কর্মসূচির শুরুতে কারখানার এডমিন সেকশনের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি কারখানার বিভিন্ন সেকশন পদক্ষিন করে লবনকোঠায় গিয়ে বিভিন্ন ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণ করে। পরে কারখানার হলরুমে বৃক্ষরোপন সংক্রান্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘পাইওনিয়ার নীটওয়্যারস্ (বিডি) লিঃ’এর প্রশাসন, মানবসম্পদ ও কমপ্লায়েন্স বিভাগর এজিএম সমর সেন সাহার সভাপতিত্বে ও প্রশাসন, মানবসম্পদ ও কমপ্লায়েন্স বিভাগর ব্যবস্থাপক মোঃ মুরাদ হোসেনের সঞ্চালনায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০নং হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ বাচ্চু।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাইওনিয়ার নীটওয়্যারস্ (বিডি) লিঃ সেকশন-২ এর কারখানা ব্যবস্থাপক সুকর্ণ বড়ুয়া সাজু, কমপ্লায়েন্স ব্যবস্থাপক লুৎফুল কবীর, আইটি প্রধান স্বপন কুমার সাহা, কমপ্লায়েন্স সিনিয়র এক্সিকিউটিভ প্রনব সাহা, কমপ্লায়েন্স অফিসার আল মারুফ, মোঃ আতিবুর রহমান ও তাসলিম মুনিম খান প্রমূখ।
আলোচনা সভায় আলোচকগণ বর্তমান বিশ্ব ও বাংলাদেশের পরিবেশে বৃক্ষরোপণের নানা দিক তুলে ধরেন। একই সাথে সবাইকে অবশ্যই একটি করে বৃক্ষের চারা রোপনের আহ্বান জানানো হয়।
ফকরুদ্দীন আহমেদ,নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ত্রিশালে সামাজিক সংগঠন ব্লাড ডোনেশন ক্লাবের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
৮অক্টোবর সকালে ত্রিশাল পৌরসভা হলরুমে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্ব প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা উদ্বোধন করেন, ত্রিশাল পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম অানিছুজ্জামান আনিছ।
পরে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ত্রিশাল তরিকুল ইসলাম তুষার, উপজেলা আওয়ামীলীগের নেতা ইকবাল হোসেন, উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডাঃ তানজিরুল ইসলাম মামুন ও সংগঠনের নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠাা বার্ষিকী উপলক্ষে সংগঠনের পক্ষথেকে ৭দিন ব্যাপী স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচী ঘোষণা করা হয়।
নিউজ সম্পাদনা-মোমিন তালুকদার