


নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ত্রিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি পৌর আওয়ামী লীগের অন্যতম সদস্য বিশিষ্ট সাংবাদিক মরহম ইব্রাহিম খলিলের কনিষ্ঠ সন্তান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আপেল মাহমুদ বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।
স্কুল জীবনে আপেল মাহমুদ ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। কলেজে অধ্যায়ন অবস্থায় পৌর ছাত্রলীগের সদস্য নির্বাচিত হন । এরপর কেন্দ্রীয় ছাত্রলীগের উপ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। আপেল মাহমুদের গ্রামের বাড়ি ত্রিশাল পৌরশহরের দরিরামপুর এলাকায়। সাংবাদিকের ছেলে আপেল মাহমুদ বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটিতে সদস্য নির্বাচিত হওয়ায় বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন।
নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ত্রিশাল পৌরসভা নির্বাচনে তৃতীয়বারের মতো আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ মেয়র নির্বাচিত হওয়ায় ময়মনসিংহ জেলা মটরযান কর্মচারী ইউনিয়ন ত্রিশাল উপজেলা শাখার পক্ষ থেকে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফুলের তোড়া দিয়ে প্রানঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন- মটরজান কর্মচারী ইউনিয়ন ত্রিশাল উপজেলা শাখার সাবেক দু-বারের সাধারণ সম্পাদক মোঃ আনারুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, শালবন বাস টার্মিনাল কমিটির নেতাকর্মী সহ মটরযান কর্মচারী ইউনিয়ন ত্রিশাল উপজেলা শাখার নেতাকর্মীরা।
মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিহের ত্রিশাল পৌরসভা নির্বাচনে ব্যাপক ভোটে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হওয়ায় আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ত্রিশাল বাজার ব্যবসায়ী সমিতি।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক অধ্যাপক গোলাম মোস্তফা। পৌরসভার ১নং ওয়ার্ড থেকে নব নির্বাচিত কাউন্সিলর উসমান গনি কুসুম, উপজেলার প্রথম শ্রেণী ঠিকাদার জি এম নূরুল করিম স্বপন ও ত্রিশাল বাজার ইজারাদার মোতাহার হোসেন, প্রমুখ।
এসময় বাজারের কয়েকশত ব্যবসায়ী উপস্থিত ছিলেন। পরে মেয়র আনিছুজ্জামান ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, এ বিজয় সকলের প্রচেষ্ঠা ছিল।
মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ত্রিশাল পৌরসভায় তৃতীয়বারের মতো বিপুল ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ।
রোববার রবিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্বতন্ত্রপ্রার্থী জগ প্রতীক নিয়ে পেয়েছেন ১১৬৫৯ ভোট, নৌকা প্রতিক পেয়েছেন ৬৬৭৪ভোট, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৮৬৫, ইসলামি আন্দোলন বাংলাদেশ ৮০০ ভোট।
ত্রিশাল পৌরসভায় মেয়র পদে চারজন, কাউন্সিলর পদে ৩৬ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সংরক্ষিত মহিলা আসনে- ১ ২ ৩নং ওয়ার্ডে মোছাঃ ফাতেমা আক্তার, ৪ ৫ ৬ মোছাঃ শাহানাজ পারভীন ও ৭ ৮ ৯ মোছাঃ বিউটি আক্তার (রানু) নির্বাচিত হয়েছেন।
এছাড়াও যারা ওয়ার্ড কাউন্সিলর হয়েছেন, ১নং ওয়ার্ডে মোঃ ওসমান গণি কুসুম, ০২ মোঃ রাশিদুল হাসান বিপ্লব, ০৩ মোঃ শাহীন মিয়া, ০৪ মোঃ আজহারুল ইসলাম, ০৫ মোঃ মেহেদী হাসান নাসিম, ০৬ মোঃ আলমগীর কবির, ০৭ মানিক সাইফুল, ০৮ মোঃ খালেদ মাহমুদ, ০৯ মোঃ আনিছুজ্জামান বাবুল।
এ পৌরসভায় ১৪টি কেন্দ্রের ৭৮টি কক্ষে ভোটগ্রহণ হয়। ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২৬ হাজার ৮২২ জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১৩ হাজার ২৩০ জন ও নারী ১৩ হাজার ৫৯২ জন।
এই পৌরসভা নির্বাচনে দায়িত্বে থাকা প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংবাদপত্রের কর্মীরা ব্যাপক ভূমিকা রেখেছেন।
মোমিন তালুকদার, নিজস্ব প্রতিনিধিঃ
ময়মনসিংহের ত্রিশাল পৌরসভা নির্বাচন আজ রবিবার (১৪ ফেব্রুয়ারি ২০২১) সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত । । ভোটের মাঠে মেয়র প্রার্থী হিসেবে আওয়ামী লীগ ও বিএনপিসহ চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নবী নেওয়াজ সরকার, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও পৌরসভার দুইবারের নির্বাচিত মেয়র এবিএম আনিছুজ্জামান স্বতন্ত্র প্রার্থী হয়ে জগ প্রতীক নিয়ে লড়ছেন, বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রুবায়েত হোসেন শামীম মন্ডল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আবুল হাসান হাতপাখা প্রতীকের প্রার্থী ।
এছাড়া কাউন্সিলর পদে ৩৬ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ময়মনসিংহ জেলার অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা ও ত্রিশাল পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার সফিকুল ইসলাম বলেন, ত্রিশালে আজ রোববার ব্যালটের মাধ্যমে পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপিসহ চারজন, কাউন্সিলর পদে ৩৬ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৪টি কেন্দ্রের ৭৮টি কক্ষে ভোটগ্রহণ হবে। পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২৬ হাজার ৮২২ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১৩ হাজার ২৩০ জন ও নারী ১৩ হাজার পাঁচশত ৯২ জন। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে।
স্টাফ রিপোর্টার:
ময়মনসিংহের সদর উপজেলার আম্বিকাগঞ্জ (সার বাজারে) হতদরিদ্র, গৃহকর্মী, শ্রমিক ও ভূমিহীন কৃষকদের মাঝে অর্ধশত কম্বল বিতরণ করা হয়েছে।
বঙ্গবন্ধু সৈনিক লীগ ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে ১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকালে পরানগঞ্জ ইউনিয়নের আম্বিকা গঞ্জ (সার বাজারে) বঙ্গবন্ধু প্রেমিক মোজাম্মেল হকের বাড়ীর সামনে হতদরিদ্রদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি শিবলী সাদিক খান, মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি শাহ রেজাউল করিম রেজা, মহানগর প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, সৈনিক লীগ নেতা মোজাম্মেল হক প্রমুখ। শীতের শেষ প্রান্তে এই শীতবস্ত্র কম্বল পেয়ে ময়মনসিংহের বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন দরিদ ভূমিহীন জনগোষ্ঠী।
মোমিন তালুকদারঃ
ময়মনসিংহের ত্রিশাল পৌরসভা নির্বাচনে ৪নং ওয়ার্ডের কাইন্সিলর প্রার্থী ও বর্তমান প্যানেল মেয়র -১ আজাহারুল ইসলাম ১৪ফেব্রুয়ারী নির্বাচনে জয়ী হতে পারলে ৫ম বারের মত নির্বাচিত হয়ে অন্য এক রেকর্ড সৃষ্টি করতে পারেন।
এই কাউন্সিলর সমাজসেবায় সততা, নিষ্ঠা আর নীতিতে আপোষহীন। ন্যায় বিচারে যার রয়েছে এক বিশাল উজ্জল দৃষ্টান্ত।উটপাখি প্রতিক নিয়ে মাঠে ভোটারদের দ্বারে দ্বারে। কর্মী সমাবেশ, উঠান বৈঠক, আলোচনা সভা, মতবিনিময় ও গণসংযোগ অব্যাহত রেখেছেন।
আজহারুল ইসলাম ভোটারদের উদ্দেশ্যে বলেন, উটপাখি প্রতীকে আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে আবারো আমাকে নির্বাচিত করলে, আমি আমার ওয়ার্ডের সকল সাধারণ মানুষদের সুখ-দুঃখ ভাগাভাগি করে নিবো এবং তাদের দুর্ভোগ নিবারণের জন্য নিরলস ভাবে কাজ করে যাব। ৪নং ওয়ার্ড বাসিকে পরিচ্ছন্ন, মাদকমুক্ত, শিক্ষাবান্ধব উন্নত নাগরিক সুবিধা প্রদানের নিশ্চয়তার এবং আধুনিক নগর-জীবন গড়ে তুলার লক্ষ্যে আমি কাজ করে যাব ইনশাআল্লাহ। আপনাদের কাছে দোয়া ও সমর্থন চাই।
মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ত্রিশাল পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বইছে নির্বাচনী আমেজ। চায়ের দোকানে, আড্ডায় সর্বত্রই নির্বাচনী আবহ। উপজেলা যুবলীগের সম্মানিত সদস্য, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ খালেদ মাহমুদ সুমন পাঞ্জাবি প্রতিক নিয়ে মাঠে নেমেছেন ভোটারদের দ্বারে দ্বারে। কর্মি সমাবেশ, উঠান বৈঠক, আলোচনা সভা, মতবিনিময় ও গণসংযোগ অব্যাহত রেখেছেন।
সরেজমীনে গিয়ে দেখা যায়, পৌরসভার ৮নং ওয়ার্ডের সকল পেশা শ্রেনীর মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি নাম খালেদ মাহমুদ সুমন। তিনি খেটে খাওয়া অবহেলিত সুবিধাবঞ্চিত মানুষের দুঃখ দুর্দশার কথা মনযোগ দিয়ে শোনেন এবং নিজ তহবিল থেকে প্রয়োজনীয় সাহায্য দিয়ে গরীব দুঃখী মানুষের পাশে দাড়ান।
এ প্রসঙ্গে খালেদ মাহমুদ সুমন এই প্রতিবেদক কে বলেন, পৌরসভা ৮নং ওয়ার্ডের মানুষের সাথে কাধে কাধ মিলিয়ে র্দীঘদিন কাজ করেছি, এখনও বিভিন্ন কাজ করে যাচ্ছি। আদর্শ সমাজ গঠনে নিজেকে নিয়োজিত রাখতে চাই।
আসন্ন ১৪ ফেব্রুয়ারি ত্রিশাল পৌরসভা নির্বাচনে ৮নং ওয়ার্ড এ পাঞ্জাবি প্রতিক নিয়ে কাউন্সিলর প্রার্থী হিসেবে আমি সকলের দোয়া ও সমর্থন চাই। আমি নির্বাচিত হলে, অত্র ওয়ার্ডের দীর্ঘদিনের চিহ্নিত সমস্যা নির্মূলসহ মাদক, সন্ত্রাস নির্মূলে সচেষ্ট হবো।
তিনি এজন্য সকলের দোয়া ও সমর্থন চেয়েছেন এবং অভিপ্রায় ব্যক্ত করেন যে, নির্বাচিত হয়ে এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও মাদক নির্মুল এর উপর সর্বোচ্চ জোর দিয়ে কাজ করবেন যা ত্রিশাল পৌরসভার ৮নং ওয়ার্ডের জনগনের প্রানের দাবি।
মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
আগামী ১৪ ফেব্রুয়ারি ত্রিশাল পৌরসভা নির্বাচন। উৎসবমুখর পরিবেশে ৫১ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে।
বুধবার (২৭ জানুয়ারি ) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ত্রিশাল পৌরসভা নির্বাচন২০২১ সফিকুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক মিয়া, থানা অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলাম, ওসি তদন্ত সুমন চন্দ্র রায় প্রমুখ।
ত্রিশাল উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পৌর নির্বাচন উপলক্ষে চার মেয়র প্রার্থী ও ৪৭ জন সাধারণ কাউন্সিলর প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
এ নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী জগ প্রতীক পেয়েছেন আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ। ইসলামি আন্দোলন বাংলাদেশ হাতাপাখা প্রতিকে আবুল হাসান, দলীয় প্রতীক আওয়ামীলীগের নৌকা পেয়েছেন আলহাজ্ব নবী নেওয়াজ সরকার ও বিএনপি মনোনিত প্রার্থী রুবায়েত হোসেন শামীম পেয়েছেন ধানের শীষ ।
ত্রিশাল পৌরসভায় মোট ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত এর মাঝে ১৩১৭০ জন পুরুষ ও ১৩৫১২ জন মহিলা ভোটার। আগামী ১৪ ফেব্রুয়ারি তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই পৌরসভা নির্বাচনে ব্যালট পদ্ধতিতে ভোট হবে বলে জানাগেছে।