ময়মনসিংহের ভালুকায় বাসের ধাক্কায় শামীম হাসান (২৬)নামের এক অটোচালক নিহত হয়েছেন। রবিবার পহেলা অক্টোবর সকালে উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের হাজির বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এসময় অটোরিকশায় কোনো যাত্রী ছিল না।
Advertisements
স্থানীয়রা জানায়, ঢাকাগামী উল্টোপথে আসা রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ বাসটি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। পরে খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়। এসময় ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। নিহত শামীম হাসান উপজেলার চাপড়বাড়ী এলাকার হযরত আলীর ছেলে। ভরাডোবা হাইওয়ে থানার এস আই আনিছুর রহমান ( আনিস) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Advertisements
বর্ণমেলা প্রিন্টার্স এন্ড ক্রেস্ট গ্যালারী
আমাদের সেবা সমূহ:- ক্রেস্ট, সম্মাননা স্মারক, মগ, মেডেল, আইডি কার্ড, ভিজিটিং কার্ড, ক্যালেন্ডার, পোস্টার, পিভিসি ব্যানার, ষ্টিকার সহ সকল প্রকার ছাপার কাজ করা হয় এবং সকল প্রকার সীল তৈরি ও যে কোন অনুষ্ঠানের গেঞ্জী, টিশার্ট প্রিন্ট করা হয়।
ঠিকানা: সিডষ্টোর বাজার, ভালুকা, ময়মনসিংহ, মোবাঃ ০১৭১৫২৫৩৩৮৫,
E-mail: bornamela03@gmail.com
