ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামী লীগ সদস্য, ত্রিশাল পৌরসভার তিন বারের নির্বাচিত মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ।
শনিবার (২১ অক্টোবর) বিকেলে ত্রিশাল পৌরসভার কার্যালয় হতে বিশাল একটি মোটর সাইকেল বহর নিয়ে হিন্দুসম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দূর্গা পূজার মন্ডপ পরিদর্শনে বের হন মেয়র আনিছ।
মন্ডপ পরিদর্শন কালে মেয়র আনিছ হিন্দু সম্পদায়ের নেতৃবৃন্দের সাথে কৌশল বিনিময় শেষে অর্থনৈতিক সহযোগীতা করেছেন। বিভিন্ন পূজা মন্ডপে মেয়র আনিছুজ্জামান তাঁর বক্তব্যে বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে সকল ধর্মের মানুষের জান মাল নিরাপত্তায় এই নির্বাচনে প্রিয় দল আওয়ামী লীগকে আবার ক্ষমতাই আনতে হবে। সকলের কাছে প্রার্থনা কামনা করছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাকে যদি দল মনোনয়ন দেয় তাহলে এমপি নির্বাচিত হতে পারলে হিন্দু সম্পদায়ের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো উন্নয়ন করা হবে। আপনারা যাতে আরো উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারেন সে দিকে বিশেষ ব্যবস্থা করে দিবো।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকলীগ, উপজেলা জাতীয় শ্রমিকলীগ, সাবেক ছাত্রলীগ, উপজেলা বঙ্গবন্ধু পরিষদ, উপজেলা মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দ।
